Ajker Patrika

রাজধানীতে বাসা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
রাজধানীতে বাসা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর বিজয়নগরে একটি বাসা থেকে নাজমুল হাসান (৭২) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার বেলা পৌনে ৩টার দিকে রমনা থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র দে বলেন, ‘দুপুরে খবর পেয়ে বিজয়নগরে ৭ নম্বর দোতলা বাড়ির নিচ তলা থেকে দরজা ভেঙে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এসময় ওই বৃদ্ধ রুমের ভেতর বিছানায় শায়িত অবস্থায় ছিল। তার সমস্ত শরীর পঁচে গেছে এবং পোকা ধরেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’ 

এদিকে নাজমুল হাসানের ছোট বোন শামীমা নার্গিস বলেন, ‘বিজয়নগরের ওই বাড়িটি তাদের নিজেদের। তবে সেখানে একাই থাকতেন নাজমুল হাসান। তিনি বিয়ে করেননি।’

গত বৃহস্পতিবার নাজমুলের সঙ্গে মোবাইল ফোনে শেষ কথা হয়। তখন তিনি জানিয়েছিলেন, তিনি গরমের কারণে খুবই অস্বস্তিতে রয়েছেন এবং অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন। এর পরদিন থেকে আর তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। এতে তাদের সন্দেহ হলে আজ বুধবার সকালে উত্তরার বাসা থেকে বিজয়নগরের বাসায় যান। তবে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান এবং রুমের ভেতর থেকে দুর্গন্ধ বেরুচ্ছিল। তখন থানায় খবর দেওয়া হয়। থানা পুলিশ এসে দরজা ভেঙে ভেতর থেকে তার নাজমুলের মরদেহ উদ্ধার করেন। 

শামীমা আরও বলেন, আমাদের ধারণা গরমের কারণে অথবা অন্য কোনো অসুস্থতার কারণে কয়েকদিন আগেই মারা গেছেন বড় ভাই নাজমুল। তবে তার সঙ্গে কোনো স্বজন না থাকায় মূলত মরদেহটি কিছুটা পচে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত