Ajker Patrika

শ্রীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১২ জুলাই ২০২৩, ২১: ৫৫
শ্রীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

গাজীপুরের শ্রীপুরে সুরভি (২৬) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চন্নাপাড় এলাকায় এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে। স্বজনদের দাবি সুরভিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 

নিহত সুরভি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকুষা গ্রামের কামাল উদ্দিন সোহেলের স্ত্রী। এ ছাড়া তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার তারাকান্দা গ্রামের মো. সুরুজ মিয়ার মেয়ে। সুরভির স্বামী সৌদি আরব প্রবাসী। 

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।’ 

এদিকে সুরভির মৃত্যুকে হত্যা দাবি করে তাঁর ছোটবোন মিতু বলেন, “আমার বোন বিয়ের পর থেকে শ্রীপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চন্নাপাড় গ্রামে তাঁর স্বামী নির্মিত বাড়িতে একমাত্র ছেলে ও শ্বশুর-শাশুড়ি-ননদদের নিয়ে বসবাস করত। আজ সকালে আমার দুলাভাই মোবাইল ফোনে কল করে জানাই, ‘তোর বোন পরকালে চলে গেছে, আর কোনো দিন পাবি না।’ এরপর কল কেটে দেন। পরবর্তী আমরা গিয়ে দেখি লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। ঘর এলোমেলো, আমার বোনের গলায় স্বর্ণ অলংকার নেই। আমার বোনকে শ্বাসরুদ্ধ করে খুন করার পর আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।’ 

প্রায় এক যুগ আগে মেয়েকে বিয়ে দেন বলে জানান সুরভির বাবা সুরুজ মিয়া। তিনি বলেন, ‘বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মেয়েকে শারীরিক-মানসিক নির্যাতন করে আসছেন। মেয়ে অনেকবার স্বামীর বাড়ি থেকে চলে আসতে চাইছে। কিন্তু আমরা বুঝিয়ে স্বামীর বাড়িতে থাকতে বলছি।’ 

সুরুজ মিয়া আরও বলেন, ‘এক সপ্তাহ ধরে মেয়ের স্বামী তাঁকে খুবই মানসিক নির্যাতন করেছে। বিদেশে থেকে অনেকবার মেরে ফেলার হুমকি দিয়েছে। আজ মেয়ের স্বামীর পরিকল্পনা অনুযায়ী ওঁরা (স্বামীর বাড়ির লোকজন) আমার মেয়েকে শ্বাসরুদ্ধ করে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছে। আমি ন্যায় বিচার পেতে থানায় হত্যা মামলা করতে আসছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত