Ajker Patrika

টঙ্গীতে ঘরোয়া বৈঠক থেকে বিএনপির অর্ধশতাধিক নেতা–কর্মী আটক

গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ২৩: ১১
Thumbnail image

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকায় শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকারের বাসায় অভিযান চালিয়ে অর্ধশত নেতা–কর্মীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করার পর তাঁদের টঙ্গী পূর্ব থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম বিএনপির নেতা–কর্মীদের আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটকদের সঠিক সংখ্যা বলতে পারেননি তিনি। শুধু বলেছেন, আটক নেতা–কর্মীর সংখ্যা অর্ধশতাধিক হবে।

শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর নিজ বাসভবন প্রাঙ্গণে টঙ্গীর তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে আলোচনা হচ্ছিল। এ সময় সেখানে পুলিশ অভিযান চালিয়ে নিরপরাধ নেতা-কর্মীদের আটক করেছে।

সালাহ উদ্দিন সরকার আরও বলেন, প্রস্তুতি সভা চলাকালে বিপুলসংখ্যক পুলিশ বাড়িটি ঘেরাও করে ফেলে। পরে সন্ধ্যায় পুলিশ বাড়িতে ঢুকে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেনসহ অর্ধশতাধিক নেতা-কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। আটক নেতা-কর্মীদের মধ্যে মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদও রয়েছেন।

বিএনপির এই নেতা বলেন, সভা থেকে তাঁকেও আটক করে পুলিশের গাড়িতে ওঠানো হয়। পরে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত