Ajker Patrika

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের হামলায় নিহত বাংলাদেশি যুবক 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৫: ২৭
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের হামলায় নিহত বাংলাদেশি যুবক 

সংসারের দারিদ্র্য ঘোচাতে আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন গাজীপুরের আসাদুজ্জামান ওরফে আসাদ মোড়ল (৪৪) নামে এক যুবক। দীর্ঘ সাত বছর প্রবাসজীবন পার করলেও গতকাল মঙ্গলবার রাতে আসে তাঁর মৃত্যুর খবর। এ খবরে মাতম শুরু হয় পরিবারে।

নিহত আসাদ মোড়ল গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের মধ্য নারগানা গ্রামের জহিরুল মোড়লের ছেলে। দেশে তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরিবার বলছে, দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের হামলায় আসাদ মোড়ল নিহত হয়েছেন। গত রোববার আফ্রিকার ক্যাপটাউনের মালমেসবুরি টাউনে সেখানকার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের ছেলে সাকিব মোড়ল ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম।

স্বজনেরা বলছেন, ঘটনার দিন দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন আসাদ। পরে স্থানীয়রা তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ সাত বছর যাবৎ আসাদ ওই দেশে বসবাস করছেন। আগামী এক বছর পর তাঁর দেশে ফেরার কথা ছিল।’

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিদের বরাত দিয়ে নিহতের ছেলে সাকিব মোড়ল জানান, মালমেসবুরি ক্যাফের একটি বেকারিতে কাজ করতেন তাঁর বাবা আসাদ। ঘটনার সময় কয়েকজন হামলাকারীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে এই হামলার ঘটনা ঘটে।

তাঁর মরদেহ আনার জন্য দেশে সব ধরনের প্রক্রিয়া চলছে বলেও জানান নিহতের ছেলে সাকিব মোড়ল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত