ঢাবি সংবাদদাতা
দেশের বিভিন্ন জেলার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগামীকাল সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সারা বিশ্বে ঘোষিত ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ফিলিস্তিনের গাজায় চলমান ইজরায়েলি গণহত্যার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্তত ২০টি বিভাগের শিক্ষার্থীরা বিবৃতিতে সোমবার ক্লাস-পরীক্ষা বর্জন ও পরদিন মঙ্গলবার ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন বন্ধের দাবিতে ঢাকার মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আরবি, ইসলামিক স্টাডিজ, শিক্ষা ও গবেষণা, গণযোগাযোগ ও সাংবাদিকতা, যোগাযোগ বৈকল্য, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ, মনোবিজ্ঞান এবং কলা অনুষদের শিক্ষার্থীরা এ বিবৃতি দেন। এর বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, হামদর্দ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স, সাউদার্ন ইউনিভার্সিটি, এক্সিম ব্যাংক অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি, সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটি, আশা ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আলাদা বিবৃতিতে একই কর্মসূচি পালনের ঘোষণা দেন।
এ ছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি কয়েকটি স্থানে বিক্ষোভ-সমাবেশ দেখানোর কর্মসূচিও নিয়েছে।
বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ব পরাশক্তিদের মদদে ইসরায়েলের চালানো গণহত্যায় ফিলিস্তিনের গাজায় বৃষ্টির মতো প্রাণ ঝরছে। নবজাতক, শিশু, কিশোর, বৃদ্ধ নির্বিচারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আহত ব্যক্তিদের চিকিৎসা প্রদানে এগিয়ে আসা স্বাস্থ্যকর্মীদেরও হত্যা করা হচ্ছে। মানবতার খাতিরে গড়ে ওঠা আন্তর্জাতিক সংগঠনগুলোর সামনেই বারবার মানবাধিকার ভূলুণ্ঠিত হওয়া আমাদের লজ্জিত করে।’
বিবৃতিতে তাঁরা গাজার ঘটনায় বিশ্ব পরাশক্তি ও আন্তর্জাতিক সংগঠনগুলোর নিষ্ক্রিয় ভূমিকার নিন্দা জানান।
দেশের বিভিন্ন জেলার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগামীকাল সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সারা বিশ্বে ঘোষিত ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ফিলিস্তিনের গাজায় চলমান ইজরায়েলি গণহত্যার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্তত ২০টি বিভাগের শিক্ষার্থীরা বিবৃতিতে সোমবার ক্লাস-পরীক্ষা বর্জন ও পরদিন মঙ্গলবার ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন বন্ধের দাবিতে ঢাকার মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আরবি, ইসলামিক স্টাডিজ, শিক্ষা ও গবেষণা, গণযোগাযোগ ও সাংবাদিকতা, যোগাযোগ বৈকল্য, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ, মনোবিজ্ঞান এবং কলা অনুষদের শিক্ষার্থীরা এ বিবৃতি দেন। এর বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, হামদর্দ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স, সাউদার্ন ইউনিভার্সিটি, এক্সিম ব্যাংক অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি, সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটি, আশা ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আলাদা বিবৃতিতে একই কর্মসূচি পালনের ঘোষণা দেন।
এ ছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি কয়েকটি স্থানে বিক্ষোভ-সমাবেশ দেখানোর কর্মসূচিও নিয়েছে।
বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ব পরাশক্তিদের মদদে ইসরায়েলের চালানো গণহত্যায় ফিলিস্তিনের গাজায় বৃষ্টির মতো প্রাণ ঝরছে। নবজাতক, শিশু, কিশোর, বৃদ্ধ নির্বিচারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আহত ব্যক্তিদের চিকিৎসা প্রদানে এগিয়ে আসা স্বাস্থ্যকর্মীদেরও হত্যা করা হচ্ছে। মানবতার খাতিরে গড়ে ওঠা আন্তর্জাতিক সংগঠনগুলোর সামনেই বারবার মানবাধিকার ভূলুণ্ঠিত হওয়া আমাদের লজ্জিত করে।’
বিবৃতিতে তাঁরা গাজার ঘটনায় বিশ্ব পরাশক্তি ও আন্তর্জাতিক সংগঠনগুলোর নিষ্ক্রিয় ভূমিকার নিন্দা জানান।
চৈত্রের শেষ দিকে এসে খরায় পুড়ছে রাজশাহীর দুর্গাপুর উপজেলাসহ আশপাশের অঞ্চল। গত এক সপ্তাহে দিনের তাপমাত্রা কখনো ৩৮ আবার সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করছে। রাতে সেই তাপমাত্রা যাচ্ছে নেমে। এতে খরা আর দাবদাহে আমের গুটি পড়ছে ঝরে। ফলে দুশ্চিন্তা দেখা দিয়েছে আমচাষি ও ব্যবসায়ীদের মধ্যে।
১ মিনিট আগেচুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে খাবার বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ১০০ শয্যার এ প্রতিষ্ঠানে প্রতি বেলায় অর্ধেকের মতো রোগী খাবার পায় না। যারা পায়, তাদেরও দেওয়া হয় পরিমাণে কম। রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বরাদ্দ অনুযায়ী ১০০ জনের নাশতা কখনো...
৭ মিনিট আগেগাজীপুর সাফারি পার্ক থেকে হরহামেশা চুরি হচ্ছে পশুপাখি। গত বছরের ২৩ নভেম্বর দুটি গ্রিন ম্যাকাও পাখির পর গত ২৩ মার্চ রাতে চুরি হয় তিনটি আফ্রিকান লেমুর। পশুপাখি চুরির সঙ্গে পার্কের কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। ম্যাকাও চুরির মামলায় এক কর্মচারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১৪ মিনিট আগেচট্টগ্রামে বাস থেকে নামার সময় নিচে পড়ে গিয়ে অন্য একটি বাসের চাপায় রিয়া মজুমদার (২৪) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে নগরের লালখান বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে