Ajker Patrika

গাজায় গণহত্যার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক

ঢাবি সংবাদদাতা
ইসরায়েলের বোমা হামলায় বিধ্বস্ত গাজা, স্বজনসহ সম্বল হারিয়ে ধ্বংসস্তূপে বসে আছেন এক নারী। ছবি: এএফপি
ইসরায়েলের বোমা হামলায় বিধ্বস্ত গাজা, স্বজনসহ সম্বল হারিয়ে ধ্বংসস্তূপে বসে আছেন এক নারী। ছবি: এএফপি

দেশের বিভিন্ন জেলার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগামীকাল সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সারা বিশ্বে ঘোষিত ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ফিলিস্তিনের গাজায় চলমান ইজরায়েলি গণহত্যার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্তত ২০টি বিভাগের শিক্ষার্থীরা বিবৃতিতে সোমবার ক্লাস-পরীক্ষা বর্জন ও পরদিন মঙ্গলবার ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন বন্ধের দাবিতে ঢাকার মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আরবি, ইসলামিক স্টাডিজ, শিক্ষা ও গবেষণা, গণযোগাযোগ ও সাংবাদিকতা, যোগাযোগ বৈকল্য, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ, মনোবিজ্ঞান এবং কলা অনুষদের শিক্ষার্থীরা এ বিবৃতি দেন। এর বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, হামদর্দ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স, সাউদার্ন ইউনিভার্সিটি, এক্সিম ব্যাংক অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি, সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটি, আশা ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আলাদা বিবৃতিতে একই কর্মসূচি পালনের ঘোষণা দেন।

এ ছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি কয়েকটি স্থানে বিক্ষোভ-সমাবেশ দেখানোর কর্মসূচিও নিয়েছে।

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ব পরাশক্তিদের মদদে ইসরায়েলের চালানো গণহত্যায় ফিলিস্তিনের গাজায় বৃষ্টির মতো প্রাণ ঝরছে। নবজাতক, শিশু, কিশোর, বৃদ্ধ নির্বিচারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আহত ব্যক্তিদের চিকিৎসা প্রদানে এগিয়ে আসা স্বাস্থ্যকর্মীদেরও হত্যা করা হচ্ছে। মানবতার খাতিরে গড়ে ওঠা আন্তর্জাতিক সংগঠনগুলোর সামনেই বারবার মানবাধিকার ভূলুণ্ঠিত হওয়া আমাদের লজ্জিত করে।’

বিবৃতিতে তাঁরা গাজার ঘটনায় বিশ্ব পরাশক্তি ও আন্তর্জাতিক সংগঠনগুলোর নিষ্ক্রিয় ভূমিকার নিন্দা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত