Ajker Patrika

নিখোঁজের ৩ দিন পর গাজীপুরে বাসচালকের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ২২: ৪১
Thumbnail image

গাজীপুরে নিখোঁজের তিন দিন পর তারেক হোসেন (৩০) নামে এক বাসচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মহানগরীর জয়দেবপুর বাস টার্মিনাল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

তারেক হোসেন ফরিদপুরের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি ঢাকা-গাজীপুর রুটের বলাকা পরিবহন সার্ভিসের বাসচালক ছিলেন। 

তারেকের ভগ্নিপতি সোহেল খান জানান, গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন মুন্সিপাড়া এলাকার সায়েদ আলীর ভাড়া বাসায় থেকে বাস চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তারেক। গত শনিবার সকালে বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। 

স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। নিখোঁজের তিন দিন পর আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার দিকে জয়দেবপুর বাস টার্মিনালের পাশে সীমানা প্রাচীর বেষ্টিত জনৈক নুরুল ইসলামের পরিত্যক্ত জমিতে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। 

এ বিষয়ে গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাহেনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।’ 

তিনি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্বজনদের কাছ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত