মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ সদরের ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ডাকাতদের ধরতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে সদরের মেঘশিমুল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. লাভলু মিয়া (৩৪)। তাঁর বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাইচাইল গ্রামে। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইলের মধুপুর থানায় ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আহত পুলিশ কনস্টেবলের নাম রাকিব হোসেন। তিনি মানিকগঞ্জ সদর থানায় কর্মরত। রাকিব বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, গতকাল শনিবার রাতে সদর উপজেলার বারাহিরচর এলাকা থেকে ব্যাটারিচালিত একটি হ্যালোবাইকে করে অসুস্থ এক নারীকে নিয়ে জেলা সদর হাসপাতালে যাচ্ছিলেন তাঁর স্বজনেরা। রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মেঘশিমুল এলাকায় গেলে সাত-আটজন ডাকাত সদস্য গাড়ির গতিরোধ করে। এ সময় হ্যালোবাইকে থাকা রোগীর স্বজনদের কাছে থাকা ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয় তারা।
পরে সরকারি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান রোগীর এক স্বজন। খবর পেয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে টহলরত সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ও কনস্টেবল রাকিব হোসেন ঘটনাস্থলে যান। এ সময় মহাসড়কের পাশে একটি ঝোপের পাশে সাত-আটজন ব্যক্তিকে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় দেখতে পান তাঁরা।
এ সময় সেখানে গেলে এক ডাকাত সদস্য হাতে থাকা ধারালো দা দিয়ে কনস্টেবল রাকিবের মাথায় কোপ দেন। তাতে গুরুতর আহত হন তিনি। এ সময় এসআই মাহমুদুল ডাকাত ডাকাত বলে চিৎকার করলে মহাসড়কে চলাচলরত একটি বাসের যাত্রী ও স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া করে। পরে এক ডাকাত সদস্যকে আটক করে গণপিটুনি দেয় তারা।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ কামরুল হাসান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার ঘটনাস্থলে যান। পরে আহত কনস্টেবল ও ডাকাত সদস্যকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
ওসি আবদুর রউফ সরকার বলেন, রাত ৩টার দিকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডাকাত সদস্যকে মৃত ঘোষণা করেন। লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে।
মানিকগঞ্জ সদরের ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ডাকাতদের ধরতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে সদরের মেঘশিমুল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. লাভলু মিয়া (৩৪)। তাঁর বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাইচাইল গ্রামে। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইলের মধুপুর থানায় ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আহত পুলিশ কনস্টেবলের নাম রাকিব হোসেন। তিনি মানিকগঞ্জ সদর থানায় কর্মরত। রাকিব বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, গতকাল শনিবার রাতে সদর উপজেলার বারাহিরচর এলাকা থেকে ব্যাটারিচালিত একটি হ্যালোবাইকে করে অসুস্থ এক নারীকে নিয়ে জেলা সদর হাসপাতালে যাচ্ছিলেন তাঁর স্বজনেরা। রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মেঘশিমুল এলাকায় গেলে সাত-আটজন ডাকাত সদস্য গাড়ির গতিরোধ করে। এ সময় হ্যালোবাইকে থাকা রোগীর স্বজনদের কাছে থাকা ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয় তারা।
পরে সরকারি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান রোগীর এক স্বজন। খবর পেয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে টহলরত সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ও কনস্টেবল রাকিব হোসেন ঘটনাস্থলে যান। এ সময় মহাসড়কের পাশে একটি ঝোপের পাশে সাত-আটজন ব্যক্তিকে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় দেখতে পান তাঁরা।
এ সময় সেখানে গেলে এক ডাকাত সদস্য হাতে থাকা ধারালো দা দিয়ে কনস্টেবল রাকিবের মাথায় কোপ দেন। তাতে গুরুতর আহত হন তিনি। এ সময় এসআই মাহমুদুল ডাকাত ডাকাত বলে চিৎকার করলে মহাসড়কে চলাচলরত একটি বাসের যাত্রী ও স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া করে। পরে এক ডাকাত সদস্যকে আটক করে গণপিটুনি দেয় তারা।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ কামরুল হাসান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার ঘটনাস্থলে যান। পরে আহত কনস্টেবল ও ডাকাত সদস্যকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
ওসি আবদুর রউফ সরকার বলেন, রাত ৩টার দিকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডাকাত সদস্যকে মৃত ঘোষণা করেন। লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে।
গত বৃহস্পতিবার তদন্ত কমিটি মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত পরিদর্শন করে। এ সময় তারা ষাটনল, ষাটনল বাবু বাজার, মোহনপুর ও এখলাছপুর এলাকা থেকে পানির নমুনা সংগ্রহ করে প্রাথমিক পরীক্ষার পর চূড়ান্ত পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবরেটরিতে নিয়ে যান।
২২ মিনিট আগেআজ সকাল থেকে জেলা বিএনপির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে ডাকা হরতালে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ভোরে বালিয়াডাঙ্গী চৌরাস্তার চারটি রাস্তায় বাঁশ-বেঞ্চ দিয়ে বন্ধ করে ঠাকুরগাঁও শহর থেকে উপজেলার প্রবেশপথ কালমেঘ বাজারে গাছ ফেলে হরতাল কর্মসূচি পালন করে বিএনপির নেতা-কর্মীরা। তাতে সড়কে চলাচল বন্ধ হয়ে গেলে...
৪৩ মিনিট আগেবিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
২ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে