Ajker Patrika

টাঙ্গাইলে হেলিকপ্টার নিয়ে ছাত্রলীগ নেতার বিয়ে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
Thumbnail image

টাঙ্গাইলের মির্জাপুরে হেলিকপ্টার নিয়ে বিয়ে এটাই প্রথম। তাই উৎসুক মানুষের ভিড় জমে। আজ শুক্রবার বিকেলে হেলিকপ্টারে নববধূকে নিয়ে হাটুভাঙা বাজারের বংশাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে নামেন বর আব্দুল্লাহ বিন সিয়াম। তিনি আজগানা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও ড্যাফোডিল ইউনিভার্সিটির অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

পারিবারিক সূত্র জানায়, উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের হাবিবুর রহমান হবির একমাত্র ছেলে আব্দুল্লাহ বিন সিয়ামের বিয়েকে স্মরণীয় করতে পরিবারের আগে থেকেই পরিকল্পনা ছিল। সে অনুযায়ী হেলিকপ্টারে করে নববধূকে বাড়িতে আনার সিদ্ধান্ত হয়। আজ (শুক্রবার) উপজেলা লতিফপুর গ্রামের আলমাস মাস্টারের একমাত্র মেয়ে আফরিন আক্তারের সঙ্গে সিয়াম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 

বেলা আড়াইটার দিকে সিয়াম হেলিকপ্টারে করে কনের বাড়ি লতিফপুর ইউনিয়নের লতিফপুর একতা উচ্চ বিদ্যালয় মাঠে নামেন। বিবাহ অনুষ্ঠান শেষে নববধূসহ হেলিকপ্টারটি হাটুভাঙা বাজারের বংশাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে অবতরণ করে। এ সময় এলাকার উৎসুক জনতা নববধূ এবং হেলিকপ্টার দেখতে সেখানে ভিড় জমান। 

হেলিকপ্টার নিয়ে ছাত্রলীগ নেতার বিয়ে।এ বিষয়ে জানতে চাইলে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক আজকের পত্রিকাকে বলেন, ‘একমাত্র ছেলের বিয়েকে স্মরণীয় করে রাখতে পরিবারের পক্ষ থেকে হেলিকপ্টারে বিয়ের আয়োজন করা হয়েছে।’ 

লতিফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী হোসেন রনি আজকের পত্রিকাকে বলেন, ‘হেলিকপ্টারে বরযাত্রী আসার বিয়ে এই এলাকায় এটাই প্রথম। সে কারণে এলাকাবাসী এ বিয়ের অনুষ্ঠানটি উপভোগ করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত