গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা তাঁদের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীরা জানান, আগামী মে মাসে তাঁদের ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। প্রতিটি পরীক্ষার মধ্যে এক দিনের বন্ধ রয়েছে। এই রুটিন তাঁরা মেনে নেননি। প্রতিটি পরীক্ষার মধ্যে ২-৩ দিন বিরতি চান। দাবি মেনে নিয়ে রুটিন পরিবর্তন করতে হবে, না হলে পরে আরও বড় কর্মসূচি নেওয়া হবে বলেও জানান তাঁরা।
আমিনুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, ‘পরীক্ষার সময় কমানোর নামে শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ফেলে দিতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা চাই, প্রকাশিত রুটিন পরিবর্তন করে প্রত্যেক পরীক্ষার মাঝে কমপক্ষে দুই থেকে তিন দিন ছুটি দেওয়া হোক।’
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থী ফয়সাল আহমেদ জয় বলেন, ‘পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে গাজীপুর ও আশপাশের অনেক কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। দ্রুত এটি পরিবর্তনের দাবি জানাচ্ছি।’
প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১৯ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা, যা ৬ জুন পর্যন্ত চলবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা তাঁদের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীরা জানান, আগামী মে মাসে তাঁদের ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। প্রতিটি পরীক্ষার মধ্যে এক দিনের বন্ধ রয়েছে। এই রুটিন তাঁরা মেনে নেননি। প্রতিটি পরীক্ষার মধ্যে ২-৩ দিন বিরতি চান। দাবি মেনে নিয়ে রুটিন পরিবর্তন করতে হবে, না হলে পরে আরও বড় কর্মসূচি নেওয়া হবে বলেও জানান তাঁরা।
আমিনুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, ‘পরীক্ষার সময় কমানোর নামে শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ফেলে দিতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা চাই, প্রকাশিত রুটিন পরিবর্তন করে প্রত্যেক পরীক্ষার মাঝে কমপক্ষে দুই থেকে তিন দিন ছুটি দেওয়া হোক।’
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থী ফয়সাল আহমেদ জয় বলেন, ‘পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে গাজীপুর ও আশপাশের অনেক কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। দ্রুত এটি পরিবর্তনের দাবি জানাচ্ছি।’
প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১৯ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা, যা ৬ জুন পর্যন্ত চলবে।
কথা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। কিন্তু এখন বলা হচ্ছে-হবে না। কেন করা হবে না? আমরা বিপ্লবীরা কি মরে গেছি? জুলাই বিপ্লবে যারা আমাদের ভাইদের পাখির মতো হত্যা করেছে, তাদেরকে আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশে রাজনীতি করতে দেবো না...
১৯ মিনিট আগেদিনাজপুরে ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুই শতাধিক শিক্ষার্থী আজ শুক্রবার বেলা ১১টার দিকে পৌরসভাসংলগ্ন রেলঘুণ্টি এলাকায় এই অবরোধ করেন। অবরোধের কারণে পঞ্চগড় থেকে লালমনিরহাটগামী কমিউটার ট্রেন ও ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দিনাজপুর স্টেশন প্ল্যাটফর্মে আটকা পড়
১৯ মিনিট আগেরাজশাহীতে আলোচিত মিম (২৮) হত্যা মামলার ২ নম্বর আসামি সেলি বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী নগরের এয়ারপোর্ট থানার থালতা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগেধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে গ্রুপ টিকিট বুকিং দিয়ে অতিরিক্ত দামে বিক্রির সুযোগ বন্ধ হয়েছে। আজ শুক্রবার দুপুরে কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
২৪ মিনিট আগে