Ajker Patrika

টঙ্গীতে হাসপাতালে র‍্যাবের অভিযান 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৪: ৫১
Thumbnail image

গাজীপুরের টঙ্গীতে চার হাসপাতালে অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার র‍্যাব–১ কোম্পানি কমান্ডার (সিপিসি ২) মেজর আহনাফ এ তথ্য নিশ্চিত করেছেন। 

মেজর আহনাফ বলেন, র‍্যাব-১ এর একটি দল টঙ্গী এলাকায় সোমবার বেলা ১১টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। 

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়। অভিযানে গাজীপুরের সহকারী সিভিল সার্জন ডা. এফ এম আহসানউল্লাহ উপস্থিত ছিলেন। 

এ সময় টঙ্গী স্টেশন রোড এলাকার মাইশা জেনারেল হাসপাতালকে ১ লাখ, সেবা শুশ্রূষা হাসপাতালকে ৫০ হাজার, ফাতেমা জেনারেল হাসপাতালকে ৮০ হাজার, নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান বলেন, ‘বর্তমানে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সেবার মান তলানিতে। অসাধু ব্যবসায়ীরা টঙ্গীতে অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত