Ajker Patrika

নতুন বউ দেখার বায়না বখাটেদের, বাধা দেওয়ায় বরের ভাইকে পিটিয়ে হত্যা

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
নতুন বউ দেখার বায়না বখাটেদের, বাধা দেওয়ায় বরের ভাইকে পিটিয়ে হত্যা

গত ২৫ আগস্ট বিয়ে করে ঘরে নতুন বউ আনেন টাঙ্গাইলের গোপালপুরের হাসান আলীর ছেলে সুজন। নতুন বউ দেখার বায়না ধরে এলাকার বখাটেরা। কিন্তু সুজনের বাড়ির লোকজন বউ দেখাতে রাজি না হলে এর জেরে পরদিন ২৬ আগস্ট বখাটেরা হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন বরের আপন ভাই মোবারক হোসেন ও চাচাতো ভাই একাব্বর হোসেন। 

আজ বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় বরের আপন ভাই মোবারক হোসেনের মৃত্যু হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরসভার মধুপুর ভট্র এলাকার হাসান আলীর ছেলে সুজন গত ২৫ আগস্ট বিয়ে করে ঘরে নতুন বউ আনেন। মেহেদি পরা সেই নতুন বউকে প্রথম দেখার বায়না ধরে ওই এলাকার মনির, সজীব ও নয়নসহ ৮-৯ জন বখাটে। কিন্তু সুজনের বাড়ির লোকজন বউ দেখাতে রাজি না হলে বখাটেরা পরদিন ২৬ আগস্ট হামলা চালায়। 

গ্রামের মাতব্বর আনসার আলী জানান, বখাটেরা বউ দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে হামলা করে। গত ২৬ আগস্ট বর সুজনের চাচাতো ভাই একাব্বর হোসেনকে বাড়ির পাশে একা পেয়ে মারপিট শুরু করে। এতে সুজনের বড় ভাই মোবারক হোসেন একাব্বরকে বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। এতে তাঁরা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মোবারকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। 

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘থানায় মামলা দায়ের হয়েছে। আসামি মনিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত