নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ থেকে
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘আপাতত ভোটের পরিবেশ ভালো। তবে ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে চূড়ান্ত দেখার জন্য। লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করার প্রত্যাশা করছি।’
রোববার সকাল ৮টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ভোটের পরিবেশ নিয়ে তৈমুর আলম খন্দকার বলেন, লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করার প্রত্যাশা করছি। আপাতত ভোটের পরিবেশ ভালো। তবে ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে চূড়ান্ত দেখার জন্য।
এদিকে সিদ্ধিরগঞ্জের একটি কেন্দ্রে তৈমুর আলম খন্দকারের পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সকাল সোয়া ৮টায় ভোটকেন্দ্রে আসেন তৈমুর। এ সময় তাঁর সঙ্গে নির্বাচনী কর্মী-সমর্থকেরাও ছিলেন। এর আগে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ আদর্শ স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনে যান। এই কেন্দ্রের ১০টি বুথে ভোটারসংখ্যা ৩ হাজার ২৫৭।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের ১ হাজার ৩৩৩টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে। ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে রয়েছেন ৩৪ জন প্রার্থী। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৯২টি কেন্দ্রে ও কেন্দ্রের বাইরে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ হাজারের বেশি সদস্য নিয়োজিত রয়েছেন।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘আপাতত ভোটের পরিবেশ ভালো। তবে ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে চূড়ান্ত দেখার জন্য। লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করার প্রত্যাশা করছি।’
রোববার সকাল ৮টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ভোটের পরিবেশ নিয়ে তৈমুর আলম খন্দকার বলেন, লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করার প্রত্যাশা করছি। আপাতত ভোটের পরিবেশ ভালো। তবে ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে চূড়ান্ত দেখার জন্য।
এদিকে সিদ্ধিরগঞ্জের একটি কেন্দ্রে তৈমুর আলম খন্দকারের পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সকাল সোয়া ৮টায় ভোটকেন্দ্রে আসেন তৈমুর। এ সময় তাঁর সঙ্গে নির্বাচনী কর্মী-সমর্থকেরাও ছিলেন। এর আগে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ আদর্শ স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনে যান। এই কেন্দ্রের ১০টি বুথে ভোটারসংখ্যা ৩ হাজার ২৫৭।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের ১ হাজার ৩৩৩টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে। ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে রয়েছেন ৩৪ জন প্রার্থী। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৯২টি কেন্দ্রে ও কেন্দ্রের বাইরে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ হাজারের বেশি সদস্য নিয়োজিত রয়েছেন।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩০ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৪ মিনিট আগে