Ajker Patrika

এখনো ভোটের পরিবেশ ভালো: তৈমুর

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ থেকে 
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১০: ১৬
Thumbnail image

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘আপাতত ভোটের পরিবেশ ভালো। তবে ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে চূড়ান্ত দেখার জন্য। লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করার প্রত্যাশা করছি।’ 

রোববার সকাল ৮টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

ভোটের পরিবেশ নিয়ে তৈমুর আলম খন্দকার বলেন, লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করার প্রত্যাশা করছি। আপাতত ভোটের পরিবেশ ভালো। তবে ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে চূড়ান্ত দেখার জন্য। 

এদিকে সিদ্ধিরগঞ্জের একটি কেন্দ্রে তৈমুর আলম খন্দকারের পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। 

সকাল সোয়া ৮টায় ভোটকেন্দ্রে আসেন তৈমুর। এ সময় তাঁর সঙ্গে নির্বাচনী কর্মী-সমর্থকেরাও ছিলেন। এর আগে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ আদর্শ স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনে যান। এই কেন্দ্রের ১০টি বুথে ভোটারসংখ্যা ৩ হাজার ২৫৭। 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের ১ হাজার ৩৩৩টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে। ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে রয়েছেন ৩৪ জন প্রার্থী। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। 

নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৯২টি কেন্দ্রে ও কেন্দ্রের বাইরে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ হাজারের বেশি সদস্য নিয়োজিত রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত