Ajker Patrika

বৈষম্যবিরোধী আন্দোলন: সেনাবাহিনীর অভিযানে হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
Thumbnail image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানীর তুরাগ থেকে বেলায়েত হোসেন (৪৬) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

আজ শনিবার সন্ধ্যায় তুরাগের দিয়াবাড়ি মেট্রোরেল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই আসামি হলেন—তুরাগ থানা আওয়ামী লীগের সদস্য। তিনি রাজধানীর তুরাগের নিশাতনগর এলাকার নিশাতনগর আব্দুল মালেকের ছেলে।

রাতে তুরাগের দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের মেজর আরিফ নাশাদ আনান আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে তুরাগের দিয়াবাড়ি এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা রয়েছে।’

মেজর নাশাদ বলেন, ‘গ্রেপ্তারের পর বেলায়েত হোসেনকে উত্তরা পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৬ আগস্ট উত্তরা পূর্ব থানায় খলিল আহমেদ নামের বাদী হয়ে তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছিলেন। ওই মামলার ৭৫ নম্বর আসামি বেলায়েত।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাদেকুজামান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আজমপুর এলাকায় অংশ নিয়েছিলেন মাহমুদুল হাসান (২৬) নামের এক ছাত্র। পরে বিকেলের দিকে তিনি আন্দোলন প্রতিহতকারীদের হামলায় নিহত হয়েছিলেন। পরে তাঁর মামা খলিল আহমেদ বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলার আসামি বেলায়েতকে সেনাবাহিনী গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।’

এর আগে তুরাগের বাউনিয়া সুলতান মার্কেট এলাকা থেকে গতকাল শুক্রবার দিবাগত রাতে হত্যা মামলার আরেক আসামি মো. মান্নান দেওয়ানকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। তাঁর বিরুদ্ধে গত ২৬ আগস্ট রাহিমা বেগম নামের এক নারী বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা করেন। ওই হত্যা মামলার ১০৪ নম্বর আসামি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত