Ajker Patrika

শ্রীপুরে নিখোঁজের দুই দিন পর কলেজের পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৩: ৩৮
Thumbnail image

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজ হওয়ার দুদিন পর পুকুর থেকে মো. সিয়াম (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের পেছনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

সিয়াম কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিরানি ইউনিয়নের চরকাটিহারি গ্রামের মো. কনক মিয়ার ছেলে। বাবা-মায়ের সঙ্গে উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের ইজ্জত আলী ফকিরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মাওনা চাইল্ডহুড স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত সে।

সিয়ামের মামা জাহাঙ্গীর আলম বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকে তাকে আমরা অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু তার সন্ধান করতে পারিনি। আজ বুধবার সকাল ৯টার দিকে মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের পেছনের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে যাই। এ সময় পুকুরে সিয়ামের লাশ ভাসতে দেখি। খবর দিলে শ্রীপুর থানার পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত সোমবার থেকে সিয়াম নিখোঁজ ছিল। এ বিষয়ে তার বাবা শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এরপর থেকে পুলিশ সিয়ামের সন্ধান করতে থাকে। আজ বুধবার সকালে খবর পেয়ে কলেজের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এসআই ইসমাইল হোসেন আরও বলেন, মৃত্যুর কারণ জানতে আশপাশের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত