নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে মোবাইল কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তরুণীকে (১৯) দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা করেন।
ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে প্রেমিক ওয়াসিম (১৯), বাবুল (৩৫) ও আব্দুল আজিজ (১৯) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা তিনজনই মনোহরদী উপজেলার পাঁচকান্দী দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার অন্য আসামিরা হলো, শিবপুর উপজেলার বৈলাবো গ্রামের বাসিন্দা নিশাদ (২২), বায়জিদ (২২), মনোহরদী উপজেলার পাঁচকান্দী গ্রামের ইমরান (১৮) ও সিদ্দিক (৩২)।
পুলিশ জানায়, তিন মাস আগে ওই তরুণীর সঙ্গে ওয়াসিমের মোবাইল ফোনে কথা বলার একপর্যায়ে প্রেমের সম্পর্ক হয়। ভুক্তভোগীর মা–বাবা মারা যাওয়ায় ফুফুর বাড়িতে থাকেন।
গতকাল (মঙ্গলবার) নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে আনে ওয়াসিম। এরপর ওয়াসিম তাকে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাবো গ্রামের খালপাড় মিয়ার উদ্দিনের টিলায় নিয়ে যায়।
সেখানে ওয়াসিম ও তার সহযোগীরা আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ শেষে ফেলে রেখে পালিয়ে যায়। পরে নির্যাতিতা পাশের একটি বাড়িতে গিয়ে ঘটনা জানালে তার স্বজনদের খবর দেওয়া হয়। খবর পেয়ে শিবপুর থানা-পুলিশ তাকে উদ্ধার করে।
শিবপুর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে রাতেই গ্রেপ্তারের পর বুধবার আদালতে পাঠানো হয়েছে। নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
নরসিংদীর শিবপুরে মোবাইল কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তরুণীকে (১৯) দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা করেন।
ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে প্রেমিক ওয়াসিম (১৯), বাবুল (৩৫) ও আব্দুল আজিজ (১৯) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা তিনজনই মনোহরদী উপজেলার পাঁচকান্দী দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার অন্য আসামিরা হলো, শিবপুর উপজেলার বৈলাবো গ্রামের বাসিন্দা নিশাদ (২২), বায়জিদ (২২), মনোহরদী উপজেলার পাঁচকান্দী গ্রামের ইমরান (১৮) ও সিদ্দিক (৩২)।
পুলিশ জানায়, তিন মাস আগে ওই তরুণীর সঙ্গে ওয়াসিমের মোবাইল ফোনে কথা বলার একপর্যায়ে প্রেমের সম্পর্ক হয়। ভুক্তভোগীর মা–বাবা মারা যাওয়ায় ফুফুর বাড়িতে থাকেন।
গতকাল (মঙ্গলবার) নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে আনে ওয়াসিম। এরপর ওয়াসিম তাকে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাবো গ্রামের খালপাড় মিয়ার উদ্দিনের টিলায় নিয়ে যায়।
সেখানে ওয়াসিম ও তার সহযোগীরা আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ শেষে ফেলে রেখে পালিয়ে যায়। পরে নির্যাতিতা পাশের একটি বাড়িতে গিয়ে ঘটনা জানালে তার স্বজনদের খবর দেওয়া হয়। খবর পেয়ে শিবপুর থানা-পুলিশ তাকে উদ্ধার করে।
শিবপুর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে রাতেই গ্রেপ্তারের পর বুধবার আদালতে পাঠানো হয়েছে। নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
বগুড়ার শেরপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁর অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার খামারকান্দি ইউনিয়নের রামেশ্বরপুর শামছুল উলুম বালিকা দাখিল মাদ্রাসায়।
৪ মিনিট আগেবৈষম্যবিরোধীদের কয়েকজন জুলাই-বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে নিয়ে উসকানিমূলক মন্তব্য করলে উত্তেজনার সৃষ্টি হয়।
৮ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ৩টা থেকে ছাত্রকল্যাণ কেন্দ্র চত্বরে শিক্ষার্থীরা অনশনে বসেন। তাঁদের অনশন থেকে সরে এসে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানাচ্ছেন
২৩ মিনিট আগেজাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের ও তাঁর স্ত্রী মিসেস ফাহমুদা মাসুদের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
২৬ মিনিট আগে