Ajker Patrika

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ২ 

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১: ৫৫
নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ২ 

নরসিংদীর শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আহতরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতেরা হলেন মাদারীপুর জেলার কুতুবপুর থানার শিবচরের হাসিনা বেগম (৩৯) এবং সানজিদা বেগম (১৯)। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মান্নান আনসারী আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ২টার দিকে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। আমরা জাতীয় জরুরি সেবা থেকে কল পেয়ে ২টা ৮ মিনিটে সেখানে পৌঁছাই। পরে ঘটনাস্থলেই নিহত তিনজন এবং আহত মা-মেয়েকে উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।’ 

তিনি আরও বলেন, ‘নিহত তিনজনই পুরুষ ব্যক্তি। প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আমরা ইটাখোলা হাইওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছি।’ 

এ বিষয়ে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও পলাশ মোল্লা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

তবে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে একাধিকবার ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত