Ajker Patrika

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি মিলল পুকুরে 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৪১
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি মিলল পুকুরে 

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হামলা চালিয়ে লুট করে নেওয়া কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে এক পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ৮টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি এবং ৩৯ রাউন্ড রাইফেলের গুলি। গত ৫ আগস্ট এসব অস্ত্র লুট করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।

তিনি বলেন, ‘লুটকৃত অস্ত্র উদ্ধারে আড়াইহাজারে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল র‍্যাব। তারই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাতে একটি পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আমরা ধারণা করছি, লুটকারীরা নিজেদের রক্ষা করতে পুকুরে অস্ত্র ফেলে পালিয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত