Ajker Patrika

শ্রীপুরে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
Thumbnail image
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে মো. রবিন (২৪) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন।

আজ বুধবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের শাহজাহান আলীর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। রবিন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মৃত আবুল হাসেমের ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল মরদেহ উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

স্থানীয় ও স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ালের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে রবিন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত