Ajker Patrika

রায়পুরায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় মা-মেয়ে নিহত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৩, ১৭: ৩২
Thumbnail image

নরসিংদীর রায়পুরায় স্কুলে যাওয়ার পথে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় নিশি আক্তার (০৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত অবস্থায় ওই শিশুটির মা টুম্পা বেগমকে (২৫) ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যান।

আজ মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

মরজাল বাসস্ট্যান্ডের অদূরে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটেনিহতরা উপজেলার মরজাল গ্রামের মারুফ মিয়ার স্ত্রী ও সন্তান। ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মো. মোজাম্মেল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৯টার দিকে মা টুম্পা বেগম ৬ বছরের মেয়ে নিশি আক্তারকে নিয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী ‘তিশা পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস মা-মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ সময় শিশুটির মা গুরুতর আহত হন। 

পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশএদিকে গুরুতর আহত অবস্থায় ওই শিশুর মাকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান বলে জানান মরজাল ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান। 

পুলিশ কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বাসটি জব্দ করে ভৈরব হাইওয়ে থানায় আনা হয়। তবে চালক পালিয়ে গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত