Ajker Patrika

হরিরামপুরে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার তিন

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৮: ৪২
Thumbnail image

মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা-১টার মধ্যে উপজেলা সদরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির স্থানীয় তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৪৭ জন নেতা-কর্মীর নামে মামলা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু। মামলায় সামাদ, বোরহান ও আসাদ নামের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আওয়ামী লীগের কার্যালয়ের উল্টো দিকের বাসিন্দা ডাব বিক্রেতা মাঈনুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাড়ি উপজেলা আওয়ামী লীগের অফিসের বিপরীত পাশে। গতকাল রাত ১২টার পর হঠাৎ বিকট শব্দ পাই। সেটা ককটেল না পটকাবাজি বলতে পারব না। রাতেই ঘটনাস্থলে পুলিশ এসেছিল। আমরা বাড়ি থেকে বের হইনি।’ 

গোলজার হোসেন বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘আজ ভোর ৫টার দিকে কৃষক লীগের সদস্যসচিব আমাকে কল দিয়ে ঘটনা জানান। আমাদের অফিসে ককটেল হামলা করা হয়েছে। হামলা ও ককটেল বিস্ফোরণে নতুন অফিসের গ্রিলের পাশে টাইলস ভেঙে গেছে। জানালায় ও দেয়ালে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় আমি বাদী হয়ে মামলা করেছি।’ 

আসামি কারা জানতে চাইলে তিনি বলেন, ‘হামলায় সন্দেহভাজন হিসেবে বিএনপির নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।’ 

তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম খান আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা তো এলাকায়ই নেই। তাঁরা কীভাবে হামলা করবেন? বিএনপি কখনো এ ধরনের কাজ করে না। হামলা কে বা কারা করেছে জানি না। বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত নয়।’ 

হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগ অফিসে হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু বাদী হয়ে ৪৭ জনের নামে এবং ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। বিএনপির তিনজন পদধারী নেতাকে রাতেই আটক করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত