কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রফিকুল ইসলাম নয়নের দুই হাতের কবজি কেটে নেওয়ার ঘটনায় কটিয়াদী থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর রফিকুল ইসলামের ছোট ভাই শফিকুল ইসলাম শরীফ বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
এদিকে মামলার পাঁচ আসামিকে গতকাল শুক্রবার রাতে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের রায়খোলা গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন রায়খোলা গ্রামের সুরুজ মিয়া (৪৫), মো. শহিদুল ইসলাম (২৪), মামুন মিয়া (৩৬), শাকিব মিয়া (২৪) ও আলামিন (২৬)।
উপজেলার সতেরদ্রোণ গ্রামের বাসিন্দা আহত রফিকুল ইসলাম নয়ন সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মিয়ার বড় ছেলে।
মামলার অপর নামীয় আসামিরা হলেন আবু বক্কর ছিদ্দিক, শাহিন মিয়া, আরমান, সুজন মিয়া, বোরহান, বাচ্চু মিয়া, সাদ্দাম, জসিম, দানিশ মিয়া, কালা মিয়া ওরফে কাইল্যা, রানা মিয়া, জয়নাল, শামীম, আকরাম। তাঁরা সবাই উপজেলার সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের রায়খোলা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের দুই গ্রাম সতেরদ্রোণ এবং রায়খোলার মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছে। আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন সময়ে এ দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। দুই বছর আগে রায়খোলা গ্রামের হুমায়ুন নামের এক ব্যক্তিকে হত্যা করে সতেরদ্রোণ গ্রামের লোকজন। ওই হত্যা মামলার ১ নম্বর আসামি ছিলেন সতেরদ্রোণ গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম নয়ন। নয়নের বাবা শাহজাহান মিয়াও ওই হত্যা মামলার আসামি ছিলেন। পরে অভিযোগপত্র থেকে দুজনের নাম বাদ যায়।
সতেরদ্রোণ গ্রামের লোকজনের অভিযোগ, ওই হত্যাকাণ্ডের জেরে গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে প্রতিপক্ষের লোকজন নয়নকে একা পেয়ে কুপিয়ে দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে রাস্তার পাশে ফেলে রাখেন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।
আহত নয়নের বাবা শাহজাহান মিয়া বলেন, ‘আমার ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। গতকাল শুক্রবার ভুল করে বর্তমান চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলছিলাম, আসলে কাজটা উনি করাননি। আন্ডারগ্রাউন্ডে থেকে রায়খোলা গ্রামের আলতাফ চেয়ারম্যান কাজটা করাইছে। সে একটা বিশাল বাহিনী বানাইছে। আলতাফ চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন মামলাও আছে।’
এ বিষয়ে জানতে রায়খোলা গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, এ ঘটনায় পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রফিকুল ইসলাম নয়নের দুই হাতের কবজি কেটে নেওয়ার ঘটনায় কটিয়াদী থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর রফিকুল ইসলামের ছোট ভাই শফিকুল ইসলাম শরীফ বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
এদিকে মামলার পাঁচ আসামিকে গতকাল শুক্রবার রাতে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের রায়খোলা গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন রায়খোলা গ্রামের সুরুজ মিয়া (৪৫), মো. শহিদুল ইসলাম (২৪), মামুন মিয়া (৩৬), শাকিব মিয়া (২৪) ও আলামিন (২৬)।
উপজেলার সতেরদ্রোণ গ্রামের বাসিন্দা আহত রফিকুল ইসলাম নয়ন সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মিয়ার বড় ছেলে।
মামলার অপর নামীয় আসামিরা হলেন আবু বক্কর ছিদ্দিক, শাহিন মিয়া, আরমান, সুজন মিয়া, বোরহান, বাচ্চু মিয়া, সাদ্দাম, জসিম, দানিশ মিয়া, কালা মিয়া ওরফে কাইল্যা, রানা মিয়া, জয়নাল, শামীম, আকরাম। তাঁরা সবাই উপজেলার সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের রায়খোলা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের দুই গ্রাম সতেরদ্রোণ এবং রায়খোলার মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছে। আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন সময়ে এ দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। দুই বছর আগে রায়খোলা গ্রামের হুমায়ুন নামের এক ব্যক্তিকে হত্যা করে সতেরদ্রোণ গ্রামের লোকজন। ওই হত্যা মামলার ১ নম্বর আসামি ছিলেন সতেরদ্রোণ গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম নয়ন। নয়নের বাবা শাহজাহান মিয়াও ওই হত্যা মামলার আসামি ছিলেন। পরে অভিযোগপত্র থেকে দুজনের নাম বাদ যায়।
সতেরদ্রোণ গ্রামের লোকজনের অভিযোগ, ওই হত্যাকাণ্ডের জেরে গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে প্রতিপক্ষের লোকজন নয়নকে একা পেয়ে কুপিয়ে দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে রাস্তার পাশে ফেলে রাখেন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।
আহত নয়নের বাবা শাহজাহান মিয়া বলেন, ‘আমার ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। গতকাল শুক্রবার ভুল করে বর্তমান চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলছিলাম, আসলে কাজটা উনি করাননি। আন্ডারগ্রাউন্ডে থেকে রায়খোলা গ্রামের আলতাফ চেয়ারম্যান কাজটা করাইছে। সে একটা বিশাল বাহিনী বানাইছে। আলতাফ চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন মামলাও আছে।’
এ বিষয়ে জানতে রায়খোলা গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, এ ঘটনায় পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।
রোববার (২০ জুলাই) ভোরে জহুরপুর বিওপির সীমান্ত পিলার ১৬/৫-এর কাছে ৫ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে যায়। সে সময় বিএসএফ চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে ৪ জন পালিয়ে আসে। মোহম্মদ লালচান (২৫) বিএসএফের হাতে আটক হন। পরে চোরকারবারিরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ ফেরত এনে বিজিবির চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদী
৪ মিনিট আগেথেমে নেই হাতি-মানুষের দ্বন্দ্ব। ৭ বছর ধরে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াঙ পাহাড়ে অবস্থান নিচ্ছিল একদল হাতি। দিনে বা রাতে পাহাড় থেকে নেমে আসা হাতির পালের তাণ্ডবে অতিষ্ঠ দুই উপজেলার বাসিন্দারা।
২২ মিনিট আগেচিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় রাজধানীর চকবাজারে এক ফার্মেসি মালিককে ছুরিকাঘাত করেছে এক তরুণ। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী মো. নাহিদুল ইসলাম (৩৭)। ঘটনার তিন দিন পর হামলাকারী ওই তরুণকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)।
৩০ মিনিট আগেনরসিংদীতে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপণ করার সময় মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি
৩৬ মিনিট আগে