Ajker Patrika

শ্রীপুরে বৃদ্ধের চায়ের দোকানে আ.লীগ নেতার তালা, ইউএনওর কাছে অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২৪, ২০: ১৫
শ্রীপুরে বৃদ্ধের চায়ের দোকানে আ.লীগ নেতার তালা, ইউএনওর কাছে অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে এক বৃদ্ধের চায়ের দোকানে তালা দিয়েছেন বাজার কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা। এক সপ্তাহ আগে তালা লাগানোর পর অনেকের দ্বারে দ্বারে ঘুরে সমাধান না পেয়ে অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী চা–দোকানি।

উপজেলার গোসিংগা ইউনিয়নের গোসিংগা বাজারে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী চা–দোকানি মো. মফিজ উদ্দিন (৭০) উপজেলার গোসিংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন মোড়ল গোসিংগা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গোসিংগা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও গোসিংগা বাজার কমিটির সভাপতি।

সরেজমিন ঘুরে দেখা গেছে, চা–দোকানি মফিজ উদ্দিনের টিনের ছাপরা চা স্টলে তালা ঝোলানো আছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহ আগে তালা ঝোলানো হলেও এ বিষয়ে কেউ কথা বলছেন না। অনেকের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সমাধান পাননি তিনি। শেষ পর্যন্ত ভুক্তভোগী চা–দোকানি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

চা–দোকানি মফিজ উদ্দিন বলেন, ‘এক সপ্তাহ আগে দোকানদারি করার সময় বোরহান মোড়ল ও তাঁর লোকজন এসে আমাকে দোকান ছাড়তে বলেন। এ সময় বাগ্‌বিতণ্ডা হলে বোরহান মোড়ল তালা কিনে এনে চা স্টলে লাগিয়ে দেন। এক সপ্তাহ ধরে কোনো রোজগার নাই। মানুষের কাছ থেকে ধারদেনা করে চলছি।’

চা–দোকানির স্ত্রী ফজিলা খাতুন বলেন, ‘আমরা অনেকের দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু কোনো সাহায্য পাইনি। সবাই সভাপতিকে ভয় পায়। আমরা গরিব বলে কেউ এগিয়ে আসছে না। সরকারি খাসজমিতে আমাদের বসবাস। চায়ের দোকানের আয় দিয়ে আমরা কোনোমতে চলি।’

বাজার কমিটির সভাপতি ও অভিযুক্ত আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন মোড়ল চা স্টলে তালা দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘শুনেছি মফিজ উদ্দিন তাঁর দোকানের পজিশন বিক্রি করে দিয়েছেন। দোকানের আরও দাবিদার আছে। এ জন্য তালা দেওয়া হয়েছে।’ দখলের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সময়মতো চা স্টল দোকানিকে বুঝিয়ে দেওয়া হবে।

গোসিংগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান শাহীন বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বিষয়টি সমাধান করতে বলেছেন। এর পরপরই আমি বাজার কমিটির সভাপতিকে ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

তালা ঝোলানো বৃদ্ধের চায়ের দোকান। ছবি: আজকের পত্রিকাশ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। বাজার কমিটি বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা আজকের পত্রিকাকে বলেন, ‘বৃদ্ধ এক দম্পতি আমার কাছে অভিযোগ নিয়ে এসেছিলেন। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে সমাধান করে দিতে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে এর সমাধান হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, আহত ৭ পুলিশ

ইউএনওর গাড়িচালকদের চাকরি স্থায়ীকরণে বাধা কাটল

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লায় সহকর্মীকে বেঁধে নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতন, নগ্ন ভিডিও করে টাকা আদায়

কোকাকোলা থেকে কোলগেট, মার্কিন পণ্য বর্জনের ডাক উঠেছে ইউরোপজুড়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত