Ajker Patrika

খেলাধুলা নিয়ে ৩ মাসের মধ্যে পরিকল্পনা, জানালেন ক্রীড়ামন্ত্রী পাপন

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৪, ১৭: ২০
খেলাধুলা নিয়ে ৩ মাসের মধ্যে পরিকল্পনা, জানালেন ক্রীড়ামন্ত্রী পাপন

বাংলাদেশের ফেডারেশনগুলো নিয়ে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সব ফেডারেশনের সঙ্গে আলোচনা শেষে ৩ মাসের মধ্যে পরিকল্পনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে বেশ কিছু ফেডারেশনের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান তিনি। 

আজ বৃহস্পতিবার সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত যুব মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। 

ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান বলেন, ‘সব ফেডারেশন বা সব খেলায় আমাদের গোল্ড মেডেল আনতে হবে, এমন চিন্তা করাটা ঠিক হবে না। সব ফেডারেশন নিয়ে আমার আগে জানতে হবে। ফেডারেশন আছে ৫৮টা, এর মধ্যে ৫৪টার সঙ্গে আমার বসতেই হবে। কিছু আছে যাদের নিয়ে ওয়ার্ল্ডকাপ চিন্তা করা যায়, কিছু আছে এসএ গেমস, কিছু এশিয়ান গেমস, কিছু আছে যাদের দিয়ে অলিম্পিকে বা কমনওয়েলথে পদক আনতে চাই। এই ভাগটা করতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘সবাইকে যদি আমরা একভাবে দেখতে যাই, তাহলে কোনোটাই ঠিকভাবে সাহায্য সহযোগিতা পাবে না। আমাদের রিসোর্চও তো সীমিত আছে। আগে তাদের সঙ্গে বসতে চাই, আলোচনা করতে চাই। তারা কী ভাবছে, তাদের চিন্তাভাবনা কী, তারা কোথায় যেতে পারে। এই ব্যাপারগুলোই আলোচনা করছি ওদের সঙ্গে। তারপর এখান থেকে শর্টলিস্ট করব।’ 

ফেডারেশন ছাড়াও তাদের খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করা হচ্ছে এবং আর ২ দিনের মধ্যে আলোচনা শেষ হবে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। তিনি বলেন, ‘এই ধরনের পরিকল্পনা করে, আমার ধারণা সবার সঙ্গে বসার পরে ৩ মাসের মধ্যে আমি একটা প্ল্যান করব আমার মত। মন্ত্রণালয়ের সবার সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নেব। তখন আপনারা ফলাফল দেখতে পাবেন। আমাকে জিজ্ঞেস করতে হবে না।’ 

তিনি আরও বলেন, ‘আপনারা বুঝবেন কী হচ্ছে, কেন হচ্ছে। এর জন্য সকলের সহযোগিতা দরকার। কয়েকটা সিদ্ধান্ত হতে পারে খুবই কঠিন। আমার যদি মনে হয় কিছু করতে হবে, আমি আপ্রাণ চেষ্টা করব সেটা করতে। আর যদি না করি তাহলে তাদের সঙ্গে নাই।’ 

যুব মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক আবু তাহের মো. মাসুদ রানা। 

শতাধিক যুব নারী ও পুরুষের অংশগ্রহণে এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহীউদ্দীন আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত