Ajker Patrika

শাহবাগে ছাত্রলীগ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, ইট-পাটকেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১২: ০৮
শাহবাগে ছাত্রলীগ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, ইট-পাটকেল নিক্ষেপ

রাজধানীর শাহবাগ মোড় ও  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমইউ) হাসপাতালে ছাত্রলীগের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। হাসপাতালের ভেতর থেকে ছাত্রলীগের একটি অংশ ও বাইরে থেকে বিক্ষোভকারীদের একটি অংশ ইট-পাটকেল নিক্ষেপ করছে। হাসপাতালের ২ নম্বর ফটক ভেঙে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

 প্রাইভেটকার ও মোটরসাইকেলে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।একপর্যায়ে হাসপাতালের ভেতরে ঢুকে অ্যাম্বুলেন্সসহ অন্তত ২০টি প্রাইভেট কার ও মোটরসাইকেলে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে।

  নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। সকাল সাড়ে ১০টায় বিভিন্ন এলাকা থেকে শাহবাগ মোড়ে জড়ো হন বিক্ষোভকারীরা। সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে ছাত্রলীগের একদল নেতা-কর্মী ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে বিক্ষোভকারীরা তাঁদের ধাওয়া করলে তাঁরা হাসপাতাল চত্বরে ঢুকে পড়েন এবং সেখান থেকে ইট-পাটকেল ছুড়তে থাকেন। সড়ক থেকে বিক্ষোভকারীরাও তাঁদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছেন।

শাহবাগ মোড়ে অগ্রণী ব্যাংক সংলগ্ন ফটকে বিক্ষোভকারীদের হামলা। ছবি: আজকের পত্রিকা একপর্যায়ে একদল বিক্ষোভকারী হাসপাতালের ফটকে উঠে এবং ধাক্কা দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখান থেকে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায় তাঁদের।শাহবাগ মোড়ে অগ্রণী ব্যাংক সংলগ্ন ফটকে বিক্ষোভকারীদের হামলা। ছবি: আজকের পত্রিকা 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত