Ajker Patrika

টঙ্গীতে ট্রেনে ডাকাতির ঘটনায় আরও চারজন গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ২২: ১৯
Thumbnail image

টঙ্গীর আউটার স্টেশনে কর্ণফুলী ট্রেনে ডাকাতির ঘটনায় আরও চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে লুট হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার রাতে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন। 

আনোয়ার হোসেন বলেন, গত বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে টঙ্গী স্টেশনের আউটারে ঢাকামুখী কর্ণফুলী ট্রেনে ডাকাতির ঘটনায় সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরও চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন মো. রুবেল (২৯), মো. রবিন (২৪), মো. মাসুদ (২৫) ও সাগর (২৪)। এদের মধ্যে সাগর ছাড়া বাকি তিনজন ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

রেলওয়ের ঢাকা জেলার পুলিশ সুপার আরও জানান, রুবেল, রবিন ও মাসুদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। এরা টঙ্গী এলাকায় দুর্ধর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত। এই ঘটনায় জড়িত ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলমান রয়েছে বলে জানান রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা। 

উল্লেখ্য, এই ঘটনায় এখন পর্যন্ত রেলওয়ে পুলিশ একাধিক অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া র‍্যাব-১-এর অভিযানে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত