ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীতে ট্রলার ও বাল্কহেডের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন দুজন। এ ঘটনায় আহত চারজনকে মুমূর্ষু অবস্থায় মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, দুর্ঘটনা কবলিত দুটি নৌযান জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কুশুন্ডা এলাকায় ধলেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর মিলন মিয়া (১৬) সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা গ্রামের সাহেব আলীর ছেলে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিখোঁজ রয়েছেন—সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের দানেজ আলীর ছেলে রফিক (৪০) ও সাটুরিয়া সদরের সেলিম হোসেনের ছেলে রাসেল (১৪)।
দুর্ঘটনা কবলিত ট্রলারের যাত্রী, থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সাটুরিয়া উপজেলার কামতা ও গোলড়া এলাকা থেকে নারী ও শিশুসহ ৬০ জন যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারটি ভ্রমণে বের হয়। যমুনা নদীর শিবালয় ও দৌলতপুর উপজেলার মোহনায় বেড়ানো শেষে সন্ধ্যার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ট্রলারের যাত্রীরা। পথে কুশুন্ডা এলাকায় রাত সাড়ে ১০টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ট্রলারটির সংঘর্ষ হয়। এ সময় বেশির ভাগ যাত্রীরা সাঁতরে তীরে ওঠেন।
এদিকে বুধবার সকাল থেকে উদ্ধার তৎপরতা চালিয়ে দুপুর ১টার দিকে ঘিওর ফায়ার সার্ভিস, ঘিওর থানা-পুলিশ ও শিবালয় নৌ-পুলিশের কর্মীদের যৌথ অভিযানে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়।
ট্রলার মালিক সিংজুরী ইউনিয়নের বেড়াডাঙা গ্রামের ইলিয়াস কাঞ্চন বলেন, মঙ্গলবার সকালে কামতা গ্রামের লোকজন ট্রলারটি ভাড়া নিয়ে বেড়াতে যায়। আজ সকালে শুনি ট্রলারটি দুর্ঘটনায় কবলে পড়েছে। ট্রলারটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনা কবলিত যাত্রী জহিরুল ইসলাম ও আব্দুর রহিম বলেন, আমাদের ট্রলারটি একপাশ দিয়ে যাচ্ছিল। বিপরীতমুখী বাল্কহেড আমাদের ট্রলারের সামনে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই ডুবে যায় ট্রলারটি। সাঁতরে তীরে উঠি। কয়েকজন ট্রলারের সঙ্গে ডুবে যায়। বাল্কহেডের হেড লাইট ছিল না।
দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মো. নাদিম হোসেন বলেন, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। নদীতে অনেক স্রোত। নিখোঁজ দুজনকে উদ্ধার অভিযান আজ সন্ধ্যা পর্যন্ত চলমান থাকবে।
মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীতে ট্রলার ও বাল্কহেডের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন দুজন। এ ঘটনায় আহত চারজনকে মুমূর্ষু অবস্থায় মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, দুর্ঘটনা কবলিত দুটি নৌযান জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কুশুন্ডা এলাকায় ধলেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর মিলন মিয়া (১৬) সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা গ্রামের সাহেব আলীর ছেলে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিখোঁজ রয়েছেন—সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের দানেজ আলীর ছেলে রফিক (৪০) ও সাটুরিয়া সদরের সেলিম হোসেনের ছেলে রাসেল (১৪)।
দুর্ঘটনা কবলিত ট্রলারের যাত্রী, থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সাটুরিয়া উপজেলার কামতা ও গোলড়া এলাকা থেকে নারী ও শিশুসহ ৬০ জন যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারটি ভ্রমণে বের হয়। যমুনা নদীর শিবালয় ও দৌলতপুর উপজেলার মোহনায় বেড়ানো শেষে সন্ধ্যার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ট্রলারের যাত্রীরা। পথে কুশুন্ডা এলাকায় রাত সাড়ে ১০টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ট্রলারটির সংঘর্ষ হয়। এ সময় বেশির ভাগ যাত্রীরা সাঁতরে তীরে ওঠেন।
এদিকে বুধবার সকাল থেকে উদ্ধার তৎপরতা চালিয়ে দুপুর ১টার দিকে ঘিওর ফায়ার সার্ভিস, ঘিওর থানা-পুলিশ ও শিবালয় নৌ-পুলিশের কর্মীদের যৌথ অভিযানে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়।
ট্রলার মালিক সিংজুরী ইউনিয়নের বেড়াডাঙা গ্রামের ইলিয়াস কাঞ্চন বলেন, মঙ্গলবার সকালে কামতা গ্রামের লোকজন ট্রলারটি ভাড়া নিয়ে বেড়াতে যায়। আজ সকালে শুনি ট্রলারটি দুর্ঘটনায় কবলে পড়েছে। ট্রলারটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনা কবলিত যাত্রী জহিরুল ইসলাম ও আব্দুর রহিম বলেন, আমাদের ট্রলারটি একপাশ দিয়ে যাচ্ছিল। বিপরীতমুখী বাল্কহেড আমাদের ট্রলারের সামনে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই ডুবে যায় ট্রলারটি। সাঁতরে তীরে উঠি। কয়েকজন ট্রলারের সঙ্গে ডুবে যায়। বাল্কহেডের হেড লাইট ছিল না।
দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মো. নাদিম হোসেন বলেন, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। নদীতে অনেক স্রোত। নিখোঁজ দুজনকে উদ্ধার অভিযান আজ সন্ধ্যা পর্যন্ত চলমান থাকবে।
রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম জাহিদুল ইসলাম পারভেজ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। ২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. সুমিত সাহাকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা-পুলিশ। তিনি সংগঠনটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ করা হয়েছে। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে সেই গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামফলক স্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ পুলিশ খারাপ না, এক খারাপ লোকের পাল্লায় পড়ে, এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল বলে মন্তব্য করেছেন দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন।
৩ ঘণ্টা আগে