নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হামলা চালিয়েছে নগর যুবদলের পদবঞ্চিত নেতা কর্মীরা। আজ বুধবার বিকেলে শহরের প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। হামলায় সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে টিয়ারশেল ছোড়ে পুলিশ।
আজ (বুধবার) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন। বেলা ৪টার দিকে হঠাৎ করেই নগর যুবদলের পদবঞ্চিত নেতারা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় সমাবেশে। বেধড়ক মারধর করা হয় নেতা কর্মীদের। এ সময় একটি মোটরসাইকেল, সমাবেশের মাইক ও রিকশা ভাঙচুর করা হয়। কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
হামলার পরপর সমাবেশে উপস্থিত নেতা কর্মীরা এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে হামলাকারীদের ধাওয়া দেয় এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় তারা প্রেসক্লাবের গলি দিয়ে ভাষা সৈনিক সড়ক ধরে পালিয়ে যায়। পরে পুনরায় প্রেসক্লাব এলাকায় জড়ো হয় নগর বিএনপির নেতা কর্মীরা।
এ ঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পরে। আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন পথচারীরা। ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। সংঘর্ষে নগর বিএনপির বেশ কয়েকজন নেতা লাঠিপেটায় আহত হন। হামলাকারীরা একাত্তর ও সময় টিভির ক্যামেরাপারসনকে মারধর করে পালিয়ে যায়। তবে, আহতদের কারও অবস্থায় তেমন গুরুতর নয়।
এর আগে গতকাল (মঙ্গলবার) রাতে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান ও সাহেদ আহমেদকে সদস্যসচিব করা হয়। কমিটিতে স্থান না পেয়ে ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফের অনুসারীরা এই হামলা চালায় বলে জানা গেছে।
এ বিষয়ে মাজহারুল ইসলাম জোসেফ আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মহানগর যুবদলের কমিটি প্রণয়নের পর অনেক নেতা কর্মী বিএনপি নেতাদের ওপর ক্ষুব্ধ হয়েছেন। কারণ, তারা দিনের পর দিন ত্যাগ স্বীকার করলেও তাদের মূল্যায়ন করা হয়নি। সেই ক্ষোভ থেকে এই ঘটনা ঘটেছে। আমি তাদের নিষেধ করেছিলাম, তারা আমার কথা শোনেনি। মূলত ক্ষোভ থেকেই এই ঘটনার সূত্রপাত।
মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ বলেন, ‘আমাদের কর্মসূচিতে কিছু উচ্ছৃঙ্খল ও বহিরাগত ছেলেরা এসে বিএনপির কর্মসূচিতে অতর্কিত হামলা চালিয়েছে। ওরা ঠিক কারা আমরা সেটা জানি না। ওদের প্রতিহত করতে আমরা এগিয়ে গেলে তারা চোরের মতো পালিয়ে গেছে।’
কমিটি নিয়ে বিরোধে এই সংঘাত কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেই কারণে যদি শক্তি প্রদর্শন করে থাকে, তাহলে আমাদের যুবদলের নেতা কর্মীদের দেখে চোরের মত পালাল কেন? জিয়ার আদর্শের সৈনিকেরা তো পালায় না, তারা লড়াই করে। এরা দলের কেঁউ না।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা বলেন, ‘ঘটনাস্থলে বিএনপির একটি পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে। আমরা একটি মোটরসাইকেল ভাঙচুর করার খবর পেয়েছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হামলা চালিয়েছে নগর যুবদলের পদবঞ্চিত নেতা কর্মীরা। আজ বুধবার বিকেলে শহরের প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। হামলায় সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে টিয়ারশেল ছোড়ে পুলিশ।
আজ (বুধবার) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন। বেলা ৪টার দিকে হঠাৎ করেই নগর যুবদলের পদবঞ্চিত নেতারা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় সমাবেশে। বেধড়ক মারধর করা হয় নেতা কর্মীদের। এ সময় একটি মোটরসাইকেল, সমাবেশের মাইক ও রিকশা ভাঙচুর করা হয়। কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
হামলার পরপর সমাবেশে উপস্থিত নেতা কর্মীরা এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে হামলাকারীদের ধাওয়া দেয় এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় তারা প্রেসক্লাবের গলি দিয়ে ভাষা সৈনিক সড়ক ধরে পালিয়ে যায়। পরে পুনরায় প্রেসক্লাব এলাকায় জড়ো হয় নগর বিএনপির নেতা কর্মীরা।
এ ঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পরে। আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন পথচারীরা। ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। সংঘর্ষে নগর বিএনপির বেশ কয়েকজন নেতা লাঠিপেটায় আহত হন। হামলাকারীরা একাত্তর ও সময় টিভির ক্যামেরাপারসনকে মারধর করে পালিয়ে যায়। তবে, আহতদের কারও অবস্থায় তেমন গুরুতর নয়।
এর আগে গতকাল (মঙ্গলবার) রাতে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান ও সাহেদ আহমেদকে সদস্যসচিব করা হয়। কমিটিতে স্থান না পেয়ে ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফের অনুসারীরা এই হামলা চালায় বলে জানা গেছে।
এ বিষয়ে মাজহারুল ইসলাম জোসেফ আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মহানগর যুবদলের কমিটি প্রণয়নের পর অনেক নেতা কর্মী বিএনপি নেতাদের ওপর ক্ষুব্ধ হয়েছেন। কারণ, তারা দিনের পর দিন ত্যাগ স্বীকার করলেও তাদের মূল্যায়ন করা হয়নি। সেই ক্ষোভ থেকে এই ঘটনা ঘটেছে। আমি তাদের নিষেধ করেছিলাম, তারা আমার কথা শোনেনি। মূলত ক্ষোভ থেকেই এই ঘটনার সূত্রপাত।
মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ বলেন, ‘আমাদের কর্মসূচিতে কিছু উচ্ছৃঙ্খল ও বহিরাগত ছেলেরা এসে বিএনপির কর্মসূচিতে অতর্কিত হামলা চালিয়েছে। ওরা ঠিক কারা আমরা সেটা জানি না। ওদের প্রতিহত করতে আমরা এগিয়ে গেলে তারা চোরের মতো পালিয়ে গেছে।’
কমিটি নিয়ে বিরোধে এই সংঘাত কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেই কারণে যদি শক্তি প্রদর্শন করে থাকে, তাহলে আমাদের যুবদলের নেতা কর্মীদের দেখে চোরের মত পালাল কেন? জিয়ার আদর্শের সৈনিকেরা তো পালায় না, তারা লড়াই করে। এরা দলের কেঁউ না।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা বলেন, ‘ঘটনাস্থলে বিএনপির একটি পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে। আমরা একটি মোটরসাইকেল ভাঙচুর করার খবর পেয়েছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একই ঘর থেকে এক গৃহবধূ ও যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় করা অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম এই তারিখ ধার্য করেন...
২৮ মিনিট আগেবিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত চলাকালীন হঠাৎ বিকট শব্দে একটি ড্রোন বাঁশের খুঁটি ও টিনের ছাউনিতে আছড়ে পড়ে। এতে মুসল্লিরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকেন। এতে অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছেন...
২৯ মিনিট আগেক্ষুব্ধ কৃষকেরা বলেন, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে হিমাগারগুলোকে চার টাকা ভাড়া দিতে হতো। এবার তা বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে। ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই তারা দ্রুত আগের ভাড়া নির্ধারণের দাবি জানান। তা না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধের হুমকি দেন তাঁরা।
৩২ মিনিট আগে