গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুবিনা খাতুন (২২) নামের এক নারী পোশাক কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন ছুরিকাঘাতে নারী পোশাক কর্মী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
রুবিনা খাতুন শেনন সোয়েটার্স লিমিটেড নামের স্থানীয় একটি কারখানায় ট্রিমিং সেকশনে জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে একটি অটোরিকশায় চেপে অপর দুই যাত্রীর সঙ্গে রুবিনা কোনাবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহানগরীর কোনাবাড়ী থানার বাইমাইল ব্রিজে পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে চড়ে তিন যুবক অটোরিকশার সামনে এসে গতি রোধ করে। তারা রুবিনাকে হাতে থাকা মোবাইল দিয়ে দিতে বলে। কিন্তু তিনি দিতে অস্বীকার করলে যুবকেরা নারীর পিঠে এবং ঊরুতে ছুরিকাঘাত করে হাতের মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অটোরিকশাচালক মো. রেজাউল করিম বলেন, ‘গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে আমি দুজন যাত্রী নিয়ে বুধবার রাতে কোনাবাড়ী আসছিলাম। পরে ওই নারী যাত্রী ওঠেন। তাঁকে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে আসার পথে বাইমাইল ময়লার জায়গাটা পার হওয়ার কিছু পরেই পেছন থেকে মোটরসাইকেল নিয়ে তিনজন যুবক আমার অটোরিকশার সামনে এসে পথ আটকায়। তারা নারী যাত্রীর মোবাইল ফোনটি দিয়ে দিতে বলে। তখন মহিলা মোবাইল দিতে অস্বীকার করলে তারা ধারালো ছুরি দিয়ে মারে ও মোবাইল নিয়ে চলে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই।’
এ বিষয়ে কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, বুধবার রাতে এক নারী পোশাকশ্রমিক তাঁর মোবাইল ফেন ছিনতাইকালে ছুরির আঘাতে নিহত হয়েছেন। লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। এজাহার পেলে মামলা হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুবিনা খাতুন (২২) নামের এক নারী পোশাক কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন ছুরিকাঘাতে নারী পোশাক কর্মী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
রুবিনা খাতুন শেনন সোয়েটার্স লিমিটেড নামের স্থানীয় একটি কারখানায় ট্রিমিং সেকশনে জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে একটি অটোরিকশায় চেপে অপর দুই যাত্রীর সঙ্গে রুবিনা কোনাবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহানগরীর কোনাবাড়ী থানার বাইমাইল ব্রিজে পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে চড়ে তিন যুবক অটোরিকশার সামনে এসে গতি রোধ করে। তারা রুবিনাকে হাতে থাকা মোবাইল দিয়ে দিতে বলে। কিন্তু তিনি দিতে অস্বীকার করলে যুবকেরা নারীর পিঠে এবং ঊরুতে ছুরিকাঘাত করে হাতের মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অটোরিকশাচালক মো. রেজাউল করিম বলেন, ‘গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে আমি দুজন যাত্রী নিয়ে বুধবার রাতে কোনাবাড়ী আসছিলাম। পরে ওই নারী যাত্রী ওঠেন। তাঁকে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে আসার পথে বাইমাইল ময়লার জায়গাটা পার হওয়ার কিছু পরেই পেছন থেকে মোটরসাইকেল নিয়ে তিনজন যুবক আমার অটোরিকশার সামনে এসে পথ আটকায়। তারা নারী যাত্রীর মোবাইল ফোনটি দিয়ে দিতে বলে। তখন মহিলা মোবাইল দিতে অস্বীকার করলে তারা ধারালো ছুরি দিয়ে মারে ও মোবাইল নিয়ে চলে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই।’
এ বিষয়ে কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, বুধবার রাতে এক নারী পোশাকশ্রমিক তাঁর মোবাইল ফেন ছিনতাইকালে ছুরির আঘাতে নিহত হয়েছেন। লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। এজাহার পেলে মামলা হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দখল, দূষণে নিশ্চিহ্ন হওয়ার পথে বাগেরহাট পৌরসভার অভ্যন্তরের সব খাল। দীর্ঘদিন ধরে খনন না করায় নাব্যতা হারানো খালগুলো এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পানির প্রবাহ স্বাভাবিক না থাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে বর্ষা মৌসুমে রোগবালাইসহ বিভিন্ন ভোগান্তিতে পড়েছে পৌরবাসী।
৩৬ মিনিট আগেদিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপুর ডাঙ্গাপাড়া এলাকার কৃষক মোমিনুল ইসলাম। এবার তিন বিঘা জমিতে আলুর আবাদ করেছেন তিনি। একটি ট্রাক্টরে করে ১৮ বস্তা আলু নিয়ে ফুলবাড়ী উপজেলার রাঙামাটির ফুলবাড়ী কোল্ডস্টোরেজে এসেছেন। সিরিয়ালের কোনো স্লিপ পাননি। আদৌ আলু হিমাগারে রাখতে পারবেন কি না, তা নিয়েও রয়েছে সংশয়।
২ ঘণ্টা আগেবরিশাল নগরীতে সুজন হাওলাদার (২৪) নামের এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত শনিবার নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের জিয়ানগরে এ ঘটনা ঘটে। দিনদুপুরে পিটিয়ে হত্যার এ ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যা মামলা করা হয়নি। বরং একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে
২ ঘণ্টা আগে২৫তম বিসিএসের পুলিশ কর্মকর্তা খন্দকার খালিদ বিন নূর। ক্ষমতার পালাবদলের পর পুলিশ সুপার (এসপি) হিসেবে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর যোগদান করেন ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিয়নে। দুদিন পরই অফিসে কর্মরত সুন্দরী কনস্টেবলকে নিজের ‘বডিগার্ড’ নিয়োগ করেন। এক দিন পর বডিগার্ডের দায়িত্ব পালন করতে অপারগতা জানান ওই নারী কন
২ ঘণ্টা আগে