পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় চাটাই তৈরির ঘর থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। তিনি বলেন, ‘মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।’
সরেজমিনে জানা গেছে, আজ সকালে বকুল চাটাই হাউস নামের চাটাই তৈরির একটি ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় এক যুবককে ঝুলে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বকুল চাটাই হাউসের স্বত্বাধিকারী মো. বকুল মোল্লা বলেন, ‘আমার ঘরটি খোলামেলা। চারপাশে কোনো বেড়া নেই। প্রতিদিনের ন্যায় গতকাল সন্ধ্যায় আমি বাড়ি চলে যাই। সকালে সংবাদ পাই আমার ঘরের আড়ার সঙ্গে এক ব্যক্তি মৃত অবস্থায় ঝুলে আছেন। পরে ঘটনাস্থলে আসি। এর আগে এই ব্যক্তিকে কখনো দেখিনি।’
ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) শাহিন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন ও মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।’
রাজবাড়ীর পাংশায় চাটাই তৈরির ঘর থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। তিনি বলেন, ‘মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।’
সরেজমিনে জানা গেছে, আজ সকালে বকুল চাটাই হাউস নামের চাটাই তৈরির একটি ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় এক যুবককে ঝুলে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বকুল চাটাই হাউসের স্বত্বাধিকারী মো. বকুল মোল্লা বলেন, ‘আমার ঘরটি খোলামেলা। চারপাশে কোনো বেড়া নেই। প্রতিদিনের ন্যায় গতকাল সন্ধ্যায় আমি বাড়ি চলে যাই। সকালে সংবাদ পাই আমার ঘরের আড়ার সঙ্গে এক ব্যক্তি মৃত অবস্থায় ঝুলে আছেন। পরে ঘটনাস্থলে আসি। এর আগে এই ব্যক্তিকে কখনো দেখিনি।’
ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) শাহিন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন ও মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।’
গাজীপুরে টঙ্গীতে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর মরকুন কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
৪ মিনিট আগেগাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় পোশাক কারখানার এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকেরা আজ সোমবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সেই সঙ্গে কারখানায় ভাঙচুর এবং কয়েকটি যানবাহনে আগুন দিয়েছেন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে...
৭ মিনিট আগেজিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।
৪১ মিনিট আগেখুলনায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে এক নারী গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে নগরীর মির্জাপুর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নারীর নাম মিনা বেগম (৫০)। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগে