Ajker Patrika

কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ১৪
Thumbnail image

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজ হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোরে ঢাকার ধামরাই উপজেলার কুশিয়ারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার ফিরোজ হোসেন ঢাকার ধামরাইয়ের মীর হোসেনের ছেলে। গত ৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কাশিমপুর কারাগার থেকে পালিয়ে আত্মগোপনে ছিলেন দণ্ডিত ফিরোজ হোসেন।

র‍্যাব জানায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০২০ সালের ২৪ অক্টোবর রাতে ঢাকার ধামরাই উপজেলার গাইরাকুল এলাকায় শুকুর আলীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান ফিরোজ হোসেন, জাকির হোসেনসহ কয়েক আসামি। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ফিরোজকে গ্রেপ্তার করে। মামলায় দোষী প্রমাণিত হওয়ায় বিচারক ফিরোজকে ২০২২ সালের ৯ নভেম্বর মৃত্যুদণ্ড দেন।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাব-৪-এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত