Ajker Patrika

মির্জাপুরে আ.লীগ নেতা গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
গ্রেপ্তার জুলহাস মিয়া। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার জুলহাস মিয়া। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে ‘ডেভিল হান্ট’ অপারেশনে জুলহাস মিয়া (৬০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লতিফপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. জুলহাস মিয়া উপজেলার লতিফপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি লতিফপুর ইউনিয়নের বড়দাম গ্রামের নাদু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়।

এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে জুলহাস মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্ট অপারেশনে এ পর্যন্ত এ উপজেলা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, হিমেলের মায়ের করা মামলার তদন্তে আওয়ামী লীগ নেতা জুলহাস মিয়ার নাম পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে টাঙ্গাইল আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে জেলহাজতে পাঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত