নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় খুলতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
আজ রোববার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তাঁরা এ প্রতিবাদ জানান।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবিদ হাসান বলেন, ‘গত বছরের জুলাইয়ে আমরা যে অভ্যুত্থান করেছিলাম, তার মূল মোটিভেশন ছিল শেখ হাসিনার স্বৈরাচারী শাসন। আজ আবার আন্তর্জাতিক আধিপত্যবাদী শক্তিগুলো ঢাকায় জাতিসংঘের অফিস বসিয়ে আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে চাইছে।’
সমাবেশে অবিলম্বে জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় স্থাপনসংক্রান্ত সমঝোতা চুক্তি বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা।
তাঁরা বলেন, আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, শিক্ষাব্যবস্থা ও সামাজিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী জিয়াউল হক আন্তর্জাতিক সংস্থাটির কার্যালয় স্থাপনের বিপক্ষে চারটি যুক্তি তুলে ধরেন। সেগুলো হচ্ছে—
সার্বভৌমত্বের হুমকি: জাতিসংঘের কার্যালয় দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে। পররাষ্ট্রনীতিতে স্বাধীনতা হারাবে বাংলাদেশ। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের উৎসাহিত করা হবে। এমনকি দক্ষিণ এশিয়ার মানচিত্র পরিবর্তনের জন্য পরিকল্পিত খ্রিষ্টান-ইহুদি রাষ্ট্র গঠনের পথ তৈরি করা হবে।
মূল্যবোধের সংঘর্ষ: এই কার্যালয় এলজিবিটিকিউ ও পতিতাবৃত্তির স্বীকৃতি ও প্রসারে কাজ করবে, যা দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। শিক্ষাব্যবস্থায় এই বিষয়গুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।
আন্তর্জাতিক মর্যাদার অবনতি: যেসব দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় রয়েছে, সেসব দেশের অবস্থান বিশ্ব দরবারে দুর্বল। দেশে এই কার্যালয় স্থাপন আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে।
মৃত্যুদণ্ডের শাস্তি প্রশ্নবিদ্ধ: জাতিসংঘের কার্যালয় থেকে সরকারের ওপর চাপ তৈরি হবে, যেন খুনি ও ধর্ষকদের মৃত্যুদণ্ড স্থগিত করা হয়। এতে দেশে অপরাধ বাড়বে এবং ন্যায়বিচার বাধাগ্রস্ত হবে।
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় খুলতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
আজ রোববার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তাঁরা এ প্রতিবাদ জানান।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবিদ হাসান বলেন, ‘গত বছরের জুলাইয়ে আমরা যে অভ্যুত্থান করেছিলাম, তার মূল মোটিভেশন ছিল শেখ হাসিনার স্বৈরাচারী শাসন। আজ আবার আন্তর্জাতিক আধিপত্যবাদী শক্তিগুলো ঢাকায় জাতিসংঘের অফিস বসিয়ে আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে চাইছে।’
সমাবেশে অবিলম্বে জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় স্থাপনসংক্রান্ত সমঝোতা চুক্তি বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা।
তাঁরা বলেন, আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, শিক্ষাব্যবস্থা ও সামাজিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী জিয়াউল হক আন্তর্জাতিক সংস্থাটির কার্যালয় স্থাপনের বিপক্ষে চারটি যুক্তি তুলে ধরেন। সেগুলো হচ্ছে—
সার্বভৌমত্বের হুমকি: জাতিসংঘের কার্যালয় দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে। পররাষ্ট্রনীতিতে স্বাধীনতা হারাবে বাংলাদেশ। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের উৎসাহিত করা হবে। এমনকি দক্ষিণ এশিয়ার মানচিত্র পরিবর্তনের জন্য পরিকল্পিত খ্রিষ্টান-ইহুদি রাষ্ট্র গঠনের পথ তৈরি করা হবে।
মূল্যবোধের সংঘর্ষ: এই কার্যালয় এলজিবিটিকিউ ও পতিতাবৃত্তির স্বীকৃতি ও প্রসারে কাজ করবে, যা দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। শিক্ষাব্যবস্থায় এই বিষয়গুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।
আন্তর্জাতিক মর্যাদার অবনতি: যেসব দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় রয়েছে, সেসব দেশের অবস্থান বিশ্ব দরবারে দুর্বল। দেশে এই কার্যালয় স্থাপন আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে।
মৃত্যুদণ্ডের শাস্তি প্রশ্নবিদ্ধ: জাতিসংঘের কার্যালয় থেকে সরকারের ওপর চাপ তৈরি হবে, যেন খুনি ও ধর্ষকদের মৃত্যুদণ্ড স্থগিত করা হয়। এতে দেশে অপরাধ বাড়বে এবং ন্যায়বিচার বাধাগ্রস্ত হবে।
বাড়ি ফেরার পথে সাভারে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী (২৫) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
৪ মিনিট আগে‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র প্রস্তাবিত কাঠামোয় ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ‘সহশিক্ষা’ চালু হলে ‘নারীদের উচ্চশিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হবে’ বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইডেন মহিলা কলেজের প্রাক্তন ছাত্রীরা। এতে ‘সংবিধানে থাকা সমান সুযোগের নিশ্চয়তা লঙ্ঘিত হবে’ দাবি করে...
৫ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড নির্বাপণের সময় আহত ফায়ার ফাইটার ও আনসার ভিডিপির সদস্যরা এখন আশঙ্কামুক্ত। আজ শনিবার রাত ৯টায় আনসার ভিডিপির ঢাকা জেলা উত্তর জোনের কমান্ডার গোলাম মাওলা তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
৮ মিনিট আগেসদর উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জান নিয়ে কোনো রকমে পালিয়ে এসেছি। হামলাকারীদের মোকাবিলা করতে আনসার সদস্যরা ২০টি ফাঁকা গুলি করেছেন। তা না হলে আমরা প্রাণ নিয়ে ফিরতে পারতাম না।’
৮ মিনিট আগে