Ajker Patrika

মাইশা হত্যার প্রতিবাদে সহপাঠীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৪: ৫২
মাইশা হত্যার প্রতিবাদে সহপাঠীদের  বিক্ষোভ মিছিল

রাজধানীর খিলক্ষেত থানার কুড়িল ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইশা নিহতের ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই কাভার্ড ভ্যানের চালকের বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদ শুরু করে ঘটনাস্থালের দিকে যাত্রা শুরু করেন। কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকার নতুন গেটে আসতেই তাঁদের আটকে দেয় পুলিশ। এ সময় শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরত যাওয়ার অনুরোধ করেন পুলিশের কর্মকর্তারা। 

মাইশা হত্যার প্রতিবাদে সহপাঠীরা বিক্ষোভ মিছিল করেনপুলিশের বাধার কথা উল্লেখ করে মাইশার সহপাঠী রাকিব হাসান বলেন, ‘আমরা মাইশা হত্যার বিচার চাই। এ ঘটনায় গাড়িচালকের বিচারের দাবিতে আমরা প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছি। আমরা সবাই ঘটনাস্থলে যাওয়ার জন্য বসুন্ধরা আবাসিক এলাকার নতুন গেট এলাকায় আসার পরেই পুলিশ আমাদের বাধা দেয়। আমাদের এখান থেকে বের হতে দিচ্ছে না। পুলিশ বলছে, ঊর্ধ্বতন কর্মকর্তা এসে আমাদের সঙ্গে আলোচনা করবেন।’ 

মাইশা হত্যার প্রতিবাদে সহপাঠীরা বিক্ষোভ মিছিল করেনরাকিব আরও বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করতে চাই। আর না হলে অন্তত এক মিনিট নীরবতা পালন করতে চাই, কিন্তু পুলিশ সদস্যরা আমাদের আটকে দিয়েছেন। এখন আমরা এখানেই বিক্ষোভ করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত