Ajker Patrika

মানিকছড়িতে নিজের শোয়ার ঘরে পড়ে ছিল প্রবাসী যুবকের গলাকাটা লাশ 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১০: ৫০
মানিকছড়িতে নিজের শোয়ার ঘরে পড়ে ছিল প্রবাসী যুবকের গলাকাটা লাশ 

খাগড়াছড়ির মানিকছড়িতে নিজ বাড়িতে ঘরের ভেতর থেকে এক প্রবাসী যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার উপজেলার সেমুতাং গ্যাসফিল্ড এলাকায় নিজ বাড়ি থেকে সাজ্জাদ হোসেন (২৪) নামের ওই প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মো. মাসুদ রানার ছেলে।

পুলিশ বলছে, গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ৩ নম্বর যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি (সেমুতাং গ্যাসফিল্ড) এলাকার প্রবাসী সাজ্জাদ হোসেনকে কে বা কারা রাতের আঁধারে নিজ ঘরে ঢুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে।

এদিকে প্রবাসীর মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে, সেই সঙ্গে ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনের দাবি করছেন এলাকাবাসী।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি ও জনপ্রতিনিধি বলেন, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন বলেন, ‘ঘটনা রহস্যাবৃত! কারণ বাউন্ডারি ঘরে দুই ভাই রাত্রিযাপন করত। এক ভাই দোকানে মোবাইলে রিচার্জ করতে যাওয়ার পরপর নিজ শয়নকক্ষে সাজ্জাদকে জবাই করে হত্যা করা হয়েছে! বিষয়টি পুলিশকে খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনূর আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানোসহ পরবর্তী আইনি কার্যক্রম চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত