Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে শিক্ষার্থীদের হিন্দি গানে নৃত্য 

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১১: ১৮
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে শিক্ষার্থীদের হিন্দি গানে নৃত্য 

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে হিন্দি গান বাজিয়ে নৃত্য পরিবেশন করা হয়েছে। বিজয়ের দিনে দেশাত্মবোধক গান না বাজিয়ে বিদেশি গান বাজানোয় চলছে সমালোচনার ঝড়। 

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পাহাড়পুর ইউনিয়নের আউলিয়াবাজার এলাকার ফোকাস আইডিয়াল একাডেমি ও এ এম পি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে মঞ্চে হিন্দি গানের তালে তালে নাচ শুরু হয়। 

এ. এম. পি হাই স্কুলের ৩ মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, বিজয় অনুষ্ঠানের আলোচনা মঞ্চে হিন্দি গানের তালে তালে প্রধান শিক্ষককে সঙ্গে নিয়ে চার শিশু নৃত্য পরিবেশন করছে। এ ছাড়া ফোকাস আইডিয়াল একাডেমি বিদ্যালয়ের ২ মিনিটের একটি হিন্দি গানের নৃত্য ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে তিন শিক্ষার্থীকে হিন্দি গানের তালে তালে নাচতে দেখা গিয়েছে এবং দর্শকসারিতে শিক্ষার্থীদের সমাগম। তারাও গানের তালে উচ্ছ্বাস প্রকাশ করছে। 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক সংগঠনের একাধিক নেতা–কর্মীরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা। 

মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত বলেন, আজকের এই দিনে হিন্দি গানে নাচের প্রশ্নই আসে না। আজ দেশাত্মবোধক গানের মাধ্যমে সব কার্যক্রম পরিচালনা করতে হবে। 

ফোকাস আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক সেলিম মৃধা জানান, বাচ্চারা একটা হিন্দি গান চালিয়ে নৃত্য করেছে, যদিও এটা ঠিক হয়নি, সবাইকে ফেসবুক থেকে সরিয়েছি। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামকে একাধিকবার ফোন দিয়ে মোবাইল বন্ধ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত