Ajker Patrika

চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২২, ১০: ১৯
চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে বলাখাল বাজারে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান ও তাঁর ৮ বছরের ছেলে বায়েজিদ। 

বাজারের ব্যবসায়ীরা জানান, জিল্লুর রহমানের আরেক ছেলে জুবায়ের দুই বছর ধরে হাজীগঞ্জের বলাখাল বাজারে একটি প্লাস্টিকের দোকানে চাকরি করেন। সেই দোকান নিজের নামে কিনে উদ্বোধন করেন শুক্রবার সন্ধ্যায়। দোকান উদ্বোধন করতে প্রথমবারের মতো হাজীগঞ্জে আসেন জিল্লুর রহমান। সঙ্গে আসেন শিশু বায়েজিদ। দোকান উদ্বোধন উপলক্ষে মিষ্টি বিলাতে গিয়েই ঘটে এই দুর্ঘটনা। পিকআপ ভ্যানের ধাক্কায় দুর্ঘটনাস্থলে মারা যান শিশু বায়েজিদ। তাঁর বাবা জিল্লুর রহমানকে স্থানীয়রা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন। 

নিহত জিল্লুর রহমানের বড় ছেলে জুবায়ের বলেন, ‘মদিনা প্লাস্টিকের দোকান উদ্বোধন শেষে পাশের দোকানদারকে মিলাদের তবারক দিতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় এই দুর্ঘটনার শিকার হন বাবা আর ছোট ভাই।’ 

এদিকে সড়ক দুর্ঘটনার পর ঘণ্টাব্যাপী সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজেদুল করিম জোয়ার্দার দমকল বাহিনী নিয়ে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

হাজীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, দুর্ঘটনা ঘটানো পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পলাতক। মরদেহ থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত