Ajker Patrika

লংগদুতে জন্মের ৮ ঘণ্টা পর তিন নবজাতকের মৃত্যু

প্রতিনিধি, লংগদু (রাঙামাটি) 
লংগদুতে জন্মের ৮ ঘণ্টা পর তিন নবজাতকের মৃত্যু

রাঙামাটির লংগদুতে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দেন পারুল বেগম। জন্মের ৮ ঘণ্টা পরেই মারা যান নবজাতকেরা। গতকাল মঙ্গলবার ৮টায় জন্মের পর বিকেল ৪টায় মারা যান তারা। 

জানা যায়, উপজেলার গাউসপুর এলাকার আবু সাইদের স্ত্রী মাইনীমুখের রাবেতা হাসপাতালে ওই শিশু তিনটির জন্ম দেন। নবজাতক তিনটির ওজন কম থাকায় তারা মারা গেছে। 

ওই হাসপাতালের চিকিৎসক ডা. আবু তালহা বলেন, তিন নবজাতক ও তাঁদের মা সুস্থ ছিলেন। কিন্তু স্বাভাবিক শিশুদের চেয়ে নবজাতকদের ওজন অনেক কম ছিল। এ জন্য শিশু তিনটির শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাদের খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে দুজন ও নেওয়ার পর একজন মারা যায়। 
 
চিকিৎসক আরও জানান, গত সোমবার সন্ধ্যায় প্রসব বেদনা নিয়ে প্রসূতি পারুল বেগমকে মাইনীমুখ রাবেতা হাসপাতালে নিয়ে আসলে আমরা তাঁর আলট্রাসনোগ্রাফি করি। তখনই বুঝতে পারি প্রসূতির গর্ভে তিনটি শিশু আছে। পরে গতকাল সকাল ৭টা ৫০ মিনিটে নরমাল ডেলিভারি করানো হয়। নবজাতকদের ওজন কম হওয়ায় তাদের খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত