Ajker Patrika

গ্রেপ্তার চিকিৎসকদের ২ দিনের মধ্যে মুক্তির দাবি

নোয়াখালী প্রতিনিধি
গ্রেপ্তার চিকিৎসকদের ২ দিনের মধ্যে মুক্তির দাবি

দেশের বিভিন্ন স্থানে গ্রেপ্তার চিকিৎসকদের নিঃশর্ত মুক্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চিকিৎসকেরা। এ সময় সম্প্রতি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের ঘটনাসহ সারা দেশে একের পর এক চিকিৎসক নিগ্রহ, নির্যাতন বন্ধ ও নিরাপদ কর্মস্থল তৈরির দাবি জানানো হয়।

আজ রোববার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রধান গেটে অবস্থান নিয়ে জেলার চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সংগঠনের বাইরেও বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সরা অংশগ্রহণ করেন। এ সময় গ্রেপ্তার চিকিৎসকদের দুই দিনের মধ্যে মুক্তির দাবি জানানো হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ কামরুল হোসেন, গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কামরুন নাহার, নোয়াখালী জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মো. রাজিব আহমেদ চৌধুরী, মেডিসিন বিশেষজ্ঞ ডা. এমরান হোসেন সোহেল প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, গ্রেপ্তার চিকিৎসকদের আগামী দুই দিনের মধ্যে মুক্তি না দিলে প্রাইভেট হাসপাতালে প্র্যাকটিস বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে চিকিৎসকদের দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত