Ajker Patrika

রামগতিতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
Thumbnail image

লক্ষ্মীপুরের রামগতিতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. আলাউদ্দিন (২৫) ও আলী আকবর (২৭) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। 
আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের হোসেন মার্কেট এলাকার আলেকজান্ডার-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আলাউদ্দিন চর পোড়াগাছা ইউনিয়নের চরপোড়াগাছা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও আকবর চর আলগী ইউনিয়নের চর আলগী গ্রামের নুরুল ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলযোগে একজন আজাদনগর থেকে এবং অন্যজন আলেকজান্ডার বাজার থেকে রওনা হন। ঘন কুয়াশার কারণে আলেকজান্ডার-সোনাপুর সড়কে আলাউদ্দিন ও আকবরের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁরা গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা। সেখান থেকে তাঁদের নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়। বেলা ১১টার দিকে দু-জনেই মারা যান। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনই মারা গেছেন। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত