Ajker Patrika

প্রবাসে মাংকি পক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামালের লাশ বিধি মেনে দাফন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১৫: ১৮
প্রবাসে মাংকি পক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামালের লাশ বিধি মেনে দাফন

সংযুক্ত আরব আমিরাতে মাংকি পক্স রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামাল হোসেনের (৩৮) লাশ কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লার চৌদ্দগ্রামের নিজ গ্রামে দাফন করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর তিনি এ রোগে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে মৃত্যুবরণ করেন।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমাতুল্লাহ এ তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে মাংকি পক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামাল হোসেনের লাশ স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হয়েছে।

কামাল হোসেনের বাবা নজির আহমেদ বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে লাশ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। আজ শুক্রবার সকাল ৮টায় গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের মেষতলায় জানাজা শেষে উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পারিবারিক কবরস্থানে কামালের লাশ দাফন করা হয়।

স্থানীয় মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, কামাল হোসেনের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। ছয়-সাত বছর আগে জীবিকার তাগিদে কামাল হোসেন আরব আমিরাতে যান। গত ৩০ সেপ্টেম্বর সেখানে ভাইরাস রোগ মাংকি পক্সে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু বলেন, ‘মাংকি পক্স একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। এখন পর্যন্ত বাংলাদেশে এই রোগে আক্রান্ত রোগী পাওয়া যায়নি। আমরা কামাল হোসেনের পরিবারের আট সদস্যকে পর্যবেক্ষণে রেখেছি।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান বলেন, প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে কামাল হোসেনের লাশ দাফন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত