Ajker Patrika

কক্সবাজার পৌর নির্বাচন: প্রতীক পেয়েই আচরণবিধি লঙ্ঘন করে প্রচারে প্রার্থীরা

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২৩, ২০: ৪১
কক্সবাজার পৌর নির্বাচন: প্রতীক পেয়েই আচরণবিধি লঙ্ঘন করে প্রচারে প্রার্থীরা

প্রতীক বরাদ্দ পেয়েই কক্সবাজার পৌরসভা নির্বাচনের প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারে নেমে পড়েছেন। আজ শুক্রবার জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দেন। 

পাঁচজন মেয়র, ১২ ওয়ার্ডে ৫৬ কাউন্সিলর ও ৪ ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 

এদিকে আজ দুপুরে প্রতীক বরাদ্দ পাওয়ার পর অধিকাংশ প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় অংশ নিতে দেখা যায়। দুপুর থেকে শহরের প্রধান সড়ক ও অলিগলিতে প্রার্থীরা শত শত কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল ও মাইকিং করে ভোট চেয়ে প্রচার চালান। 

এর আগে গতকাল বৃহস্পতিবার এক মেয়র ও পাঁচজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদত হোসেন বলেন, সব প্রার্থীকে আচরণবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ নির্বাচনী আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে। 

আগামী ১২ জুন এই পৌরসভার ভোট গ্রহণ করা হবে। ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৯৪ হাজার ৮০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন এবং নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন। 

মেয়র পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত মো. মাহবুবুর রহমান চৌধুরী (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী মাসেদুল হক রাশেদ (নারিকেলগাছ) ও তাঁর স্ত্রী জোসনা হক (মোবাইল ফোন), জগদীশ বড়ুয়া (হেলমেট) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. জাহেদুর রহমান (হাতপাখা)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত