Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ–মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

প্রতিনিধি
Thumbnail image

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): বিজয়নগরে আবারও সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং তিন জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বুধন্তী ইউনিয়নের আলীনগর গ্রামে পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত দুই জনের মধ্যে একজন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রিপন খন্দকারের ছেলে রণি খন্দকার (১৩)। আরেকজনের পরিচায় পাওয়া যায়নি। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে হাইওয়ে থানার ওসি মো. শাহ জালাল আলম জানান, সকালে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি ধাক্কা সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের দুইজনের মৃত্যু হয়। আহত তিনজনের অবস্থা আশঙ্কজনক।

এর আগে, গতকাল বৃহস্পতিবার একই উপজেলায় থেমে থাকা ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত