Ajker Patrika

পুলিশের অভাবে বদিকে কাশিমপুর থেকে চট্টগ্রামের আদালতে তোলা যায়নি

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image
আবদুর রহমান বদি। ছবি: সংগৃহীত

পুলিশ না পাওয়ায় সাবেক এমপি আবদুর রহমান বদিকে ১ কোটি ৬৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে হাজির করা যায়নি। আজ রোববার তাঁকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে তোলার কথা ছিল।

অপর দিকে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ না পাওয়ায় তাঁকে পাঠাতে না পারার কথা লিখিতভাবে চট্টগ্রামের আদালতকে জানিয়েছে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার কর্তৃপক্ষ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাশিমপুর কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ফ্যাক্সযোগে এ তথ্য আদালতকে জানিয়েছেন। আদালতের বিচারক কবির উদ্দিন প্রামাণিক আগামী ধার্য তারিখে (১৩ ফেব্রুয়ারি) তাঁকে অবশ্যই হাজিরের ব্যবস্থা করার জন্য পুলিশের আইজিকে আদেশ দিয়েছেন।’ আসামিকে হাজির না করায় মামলার গুরুত্বপূর্ণ তিন ব্যাংকার সাক্ষী ফেরত গেছেন বলে জানান এ আইন কর্মকর্তা।

কাজী ছানোয়ার আরও বলেন, ‘ঢাকায় আবদুর রহমান বদির কোনো মামলা নেই। তাঁকে স্বাভাবিকভাবে চট্টগ্রাম আদালতে রাখার কথা। কেন ঢাকায় রাখা হলো তা বুঝে আসছে না। এখন পুলিশ না পাওয়ার কারণে তাকে আদালতে হাজির করা যায়নি। অথচ ঢাকা ব্যাংকের তিন কর্মকর্তা সাক্ষ্য দিতে এসেও দিতে পারলেন না।’ এ মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

তথ্যমতে, ২০০৭ সালে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় তাঁর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় গত ২০ আগস্ট নগরীর পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‍্যাব।

উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়নে আবদুর রহমান বদি নবম ও দশম জাতীয় নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে তাঁর পরিবর্তে স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদকের পৃষ্ঠপোষক হিসেবে আবদুর রহমান বদির নাম রয়েছে। এ ছাড়া ওই তালিকায় বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত