Ajker Patrika

ফটিকছড়িতে খাল থেকে হাত-মুখ বাঁধা চালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও ফটিকছড়ি প্রতিনিধি
খুন হওয়া অটোরিকশাচালক সন্তোষ চন্দ্র নাথ। ছবি: সংগৃহীত
খুন হওয়া অটোরিকশাচালক সন্তোষ চন্দ্র নাথ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি লেলাং ইউনিয়নে নিখোঁজের ১১ দিন পর হাত-মুখ বাঁধা অটোরিকশাচালক সন্তোষ চন্দ্র নাথের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) লেলাং ইউনিয়নের লালপুলসংলগ্ন এলাকার লেলাং খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সন্তোষ নাথ লেলাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সীমান্ত মহাজন বাড়ির পরিমল নাথের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে স্থানীয়রা খালে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। উদ্ধার করার সময় লাশের হাত, পা, মুখ বাঁধা ছিল।

‎সন্তোষের বাবা পরিমল চন্দ্র নাথ জানান, ৯ জুলাই সকালে সন্তোষ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি। তিনি আরও জানান, সন্তোষ নাথ স্থানীয়ভাবে টুকটাক ব্যবসা করতেন, অনেকের লেনদেন রয়েছে। এ নিয়ে কারও সঙ্গে বিরোধের জেরেই হয়তো এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।‎

ঘটনাস্থলে থাকা নিহতের স্ত্রী ঝর্না রাণী নাথ বিলাপ করতে করতে বলেন, ‘আমার স্বামী কয়েকদিন আগে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আজকে লাশ হয়ে ফিরল। এখন দুই ছেলেমেয়ে নিয়ে আমি কীভাবে বাঁচব!’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত