Ajker Patrika

১০ মাস পর কবর থেকে তোলা হলো বৃদ্ধার মরদেহ 

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
১০ মাস পর কবর থেকে তোলা হলো বৃদ্ধার মরদেহ 

দশ মাস পর এক বৃদ্ধার মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতের নির্দেশে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল (মধ্যপাড়া) গ্রামের ঈদগাহ কবরস্থান থেকে গলিত মরদেহের হাড় উত্তোলন করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

মরদেহটি কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল (মধ্যপাড়া) গ্রামের মৃত আবু জাহেরের স্ত্রী আছিয়া বেগমের (৫০)। তিনি গত বছর ২৪ আগস্ট (মঙ্গলবার) ব্রাহ্মণপাড়ায় উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে খালে পরে গিয়ে দুর্ঘটনায় নিহত হন। নিহতের ছোট ভাই কামাল হোসেনের স্ত্রী জাসমিন আক্তার বাদী হয়ে চলতি বছরের ৭ এপ্রিল কুমিল্লায় আদালতে হত্যা মামলা দায়ের করলে আদালতের নির্দেশে মরদেহ তোলে পুলিশ। 

মরদেহ তোলার সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন ও মামলার তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হুদা। এ ছাড়া ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম, সৌরভ হোসেন, নূর আমজাদ ও দেবিদ্বার থানার সহকারী উপপরিদর্শক মো. দুলাল আহাম্মেদ ও স্থানীয় ইউপি সদস্য সেলিম আহাম্মেদ উপস্থিত ছিলেন। 

জানা গেছে, গত বছর ২৪ আগস্ট (মঙ্গলবার) দুপুরে ব্রাহ্মণপাড়া সদরের কল্পবাস এলাকায় পীরের দরবার শরীফে আসার পথে বড়ধুশিয়া নামক স্থানে এসে তাদের ব্যাটারিচালিত অটোরিকশাটি উল্টে খালের পানিতে ডুবে যায়। এ সময় অটোরিকশার যাত্রী দেবিদ্বার উপজেলার সুবিল (মধ্যপাড়া) গ্রামের আছিয়া বেগম নিহত হন। এ ছাড়া ওই ঘটনায় অটোরিকশায় থাকা নারী ও শিশুসহ আরও পাঁচজন আহত হয়। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, আছিয়া বেগমসহ অন্যরা ঘটনার দিনদুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস গ্রামের এক পীরের দরবার শরীফে রওনা করেন। তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে যাচ্ছিলেন। অটোরিকশাটি পীরের দরবারে যাওয়ার পথে কুমিল্লা-মিরপুর সড়কে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া দক্ষিণপাড়া এলাকায় গর্তে পড়ে উল্টে গিয়ে পাশের খালের পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন দৌড়ে এসে আহতদের উদ্ধার করেন। আছিয়া বেগম অটোরিকশাটির নিচে পড়ে পানিতে তলিয়ে যায়। তাকেসহ অন্যদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আছিয়া বেগমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

পরে নিহতের ছোট ভাই কামাল হোসেনের স্ত্রী জাসমিন আক্তার বাদী হয়ে চলতি বছরের ৭ এপ্রিল কুমিল্লায় আদালতে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতের নির্দেশে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ সোমবার দুপুরে আছিয়া বেগমের গলিত মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত