Ajker Patrika

আনোয়ারায় ডিবি পরিচয়ে বসতবাড়িতে ঢুকে হামলা, গ্রেপ্তার ৮ 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২৩, ২০: ১৭
আনোয়ারায় ডিবি পরিচয়ে বসতবাড়িতে ঢুকে হামলা, গ্রেপ্তার ৮ 

চট্টগ্রামের আনোয়ারায় রাতের আঁধারে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে এক বসতবাড়িতে ঢুকে হামলা চালান বেশ কয়েকজন। চলে যাওয়ার সময় স্থানীরা আটজনকে ধরে পুলিশে দিয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের চাঁনমিয়া মাঝির বাড়ি এলাকায় মোহাম্মদ জামালের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় একটি বন্দুক ও একটি কার্তুজ জব্দ করে পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার পটিয়া উপজেলার মো. মহিউদ্দিন (১৯), কর্ণফুলী উপজেলার মোহাম্মদ সাগর (২০), বাঁশখালী উপজেলার মাহমুদুল হাসান (৩০), মাহমুদুল ইসলাম (২২), নজরুল ইসলাম (১৯), আবদুল মালেক (২৭), মিজানুর রহমান (২২) ও চন্দনাইশ উপজেলার অভিজিত দাশ (২৩)। 

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ আটজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আজ বুধবার সকালে দুটি মামলা হয়েছে থানায়। দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার আটজনকে কারাগারে পাঠানো হয়েছে। 

স্থানীয় লোকজন ও মামলা থেকে জানা গেছে, জুঁইদণ্ডী ইউনিয়নের চাঁনমিয়া মাঝির বাড়ির মোহাম্মদ মোক্তারের সঙ্গে একই এলাকার মোহাম্মদ জামালের বিরোধ চলছিল। এর জেরে গতকাল রাতে মোক্তারের নেতৃত্বে দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জামালের পরিবারের ওপর হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় আহত হন জামালের ছোট ভাই মোহাম্মদ জালা। তাঁদের চিৎকারে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন এসে আটজনকে ধরে পুলিশে দেন। 

ওই ঘটনায় মোক্তারকে প্রধান আসামি করে ৯ জনের নামসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় আজ মামলা দায়ের করেন মোহাম্মদ জামাল। 

ঘটনার প্রত্যক্ষদর্শী জুঁইদণ্ডী এলাকার বাসিন্দা মো. মোজাম্মেল হক জানান, গতকাল রাত ১০টার দিকে বেশ কয়েকজন ডিবি পুলিশ পরিচয় দিয়ে জামালের বাড়িতে ঢুকে ভাঙচুর চালান ও পরিবারের সদস্যদের মারধর করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে আটজনকে আটক করেন। 

ওসি হাছান বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানান জুঁইদণ্ডী এলাকার মোক্তার তাঁদের ভাড়া করে এনে জালালের বাড়িতে হামলা করেন। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি দেশি অস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত