Ajker Patrika

বিষখালী নদীতে নৌকা ডুবে কলেজছাত্র নিখোঁজ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
বিষখালী নদীতে নৌকা ডুবে কলেজছাত্র নিখোঁজ

ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীতে নৌকা ডুবে এক কলেজ শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম মো. রিফাত বিন আলিফ। সে বরিশালের বিএম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আলিফ শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মো. পলাশ হাওলাদারের ছেলে। 

ঘটনার পর থেকেই কাঠালিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা চালিয়ে এখন পর্যন্ত রিফাতকে উদ্ধার করতে পারেনি। 

প্রত্যক্ষদর্শী ও আলিফের বন্ধুরা জানান, ইফতারের পরে তাঁরা ৭ বন্ধু মিলে বিষখালী নদীতে নৌভ্রমণে বের হন। শৌলজালিয়া ইউনিয়নের সোনার বাংলা নামক স্থানে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকা থাকা ছয় বন্ধু মো. রাতুল ইসলাম, বাঁধন রায়, ইমরান, রবিউল, তন্ময় মণ্ডল ও ফেরদৌস সাঁতার কেটে প্রাণে বেঁচে গেলেও মো. রিফাত বিন আলিফ (১৮) সাঁতর কেটে উঠতে পারেনি। 

আলিফের স্বজন ও স্থানীয়রা জানান, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০-ব্যাচের ৭ বন্ধু মিলে বিকেলে নৌভ্রমণে বিষখালী নদীতে বের হয়ে বেতাগী উপজেলার ফুলতলা চরে ইফতার করেন। ফেরার পথে ঝড়ের কবলে পরে নদীর স্রোত ও ঢেউয়ে তাদের নৌকা ডুবে যায়। এ সময় ছয় বন্ধু সাঁতার কেটে তীরে উঠতে পারলেও মো. রিফাত বিন আলিফ নিখোঁজ হন। 

কাঠালিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, গত রাত থেকে নিখোঁজ কলেজছাত্র আলিফকে উদ্ধারের চেষ্টা চলছে। বিষখালী নদীতে প্রচণ্ড স্রোত থাকায় রোববার দুপুর পর্যন্ত তাকে উদ্ধার করতে পারিনি। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।’ 

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মো. মাসুদ রানা, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত