কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীতে নৌকা ডুবে এক কলেজ শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম মো. রিফাত বিন আলিফ। সে বরিশালের বিএম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আলিফ শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মো. পলাশ হাওলাদারের ছেলে।
ঘটনার পর থেকেই কাঠালিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা চালিয়ে এখন পর্যন্ত রিফাতকে উদ্ধার করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী ও আলিফের বন্ধুরা জানান, ইফতারের পরে তাঁরা ৭ বন্ধু মিলে বিষখালী নদীতে নৌভ্রমণে বের হন। শৌলজালিয়া ইউনিয়নের সোনার বাংলা নামক স্থানে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকা থাকা ছয় বন্ধু মো. রাতুল ইসলাম, বাঁধন রায়, ইমরান, রবিউল, তন্ময় মণ্ডল ও ফেরদৌস সাঁতার কেটে প্রাণে বেঁচে গেলেও মো. রিফাত বিন আলিফ (১৮) সাঁতর কেটে উঠতে পারেনি।
আলিফের স্বজন ও স্থানীয়রা জানান, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০-ব্যাচের ৭ বন্ধু মিলে বিকেলে নৌভ্রমণে বিষখালী নদীতে বের হয়ে বেতাগী উপজেলার ফুলতলা চরে ইফতার করেন। ফেরার পথে ঝড়ের কবলে পরে নদীর স্রোত ও ঢেউয়ে তাদের নৌকা ডুবে যায়। এ সময় ছয় বন্ধু সাঁতার কেটে তীরে উঠতে পারলেও মো. রিফাত বিন আলিফ নিখোঁজ হন।
কাঠালিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, গত রাত থেকে নিখোঁজ কলেজছাত্র আলিফকে উদ্ধারের চেষ্টা চলছে। বিষখালী নদীতে প্রচণ্ড স্রোত থাকায় রোববার দুপুর পর্যন্ত তাকে উদ্ধার করতে পারিনি। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।’
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মো. মাসুদ রানা, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল।
ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীতে নৌকা ডুবে এক কলেজ শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম মো. রিফাত বিন আলিফ। সে বরিশালের বিএম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আলিফ শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মো. পলাশ হাওলাদারের ছেলে।
ঘটনার পর থেকেই কাঠালিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা চালিয়ে এখন পর্যন্ত রিফাতকে উদ্ধার করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী ও আলিফের বন্ধুরা জানান, ইফতারের পরে তাঁরা ৭ বন্ধু মিলে বিষখালী নদীতে নৌভ্রমণে বের হন। শৌলজালিয়া ইউনিয়নের সোনার বাংলা নামক স্থানে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকা থাকা ছয় বন্ধু মো. রাতুল ইসলাম, বাঁধন রায়, ইমরান, রবিউল, তন্ময় মণ্ডল ও ফেরদৌস সাঁতার কেটে প্রাণে বেঁচে গেলেও মো. রিফাত বিন আলিফ (১৮) সাঁতর কেটে উঠতে পারেনি।
আলিফের স্বজন ও স্থানীয়রা জানান, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০-ব্যাচের ৭ বন্ধু মিলে বিকেলে নৌভ্রমণে বিষখালী নদীতে বের হয়ে বেতাগী উপজেলার ফুলতলা চরে ইফতার করেন। ফেরার পথে ঝড়ের কবলে পরে নদীর স্রোত ও ঢেউয়ে তাদের নৌকা ডুবে যায়। এ সময় ছয় বন্ধু সাঁতার কেটে তীরে উঠতে পারলেও মো. রিফাত বিন আলিফ নিখোঁজ হন।
কাঠালিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, গত রাত থেকে নিখোঁজ কলেজছাত্র আলিফকে উদ্ধারের চেষ্টা চলছে। বিষখালী নদীতে প্রচণ্ড স্রোত থাকায় রোববার দুপুর পর্যন্ত তাকে উদ্ধার করতে পারিনি। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।’
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মো. মাসুদ রানা, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল।
কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক মারা গেছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নজিমুল্লাহ ওই এলাকার রহিম উল্লাহর ছেলে...
৩ মিনিট আগেভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
৩০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
৩৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৪০ মিনিট আগে