Ajker Patrika

বাবুগঞ্জে স্কুলছাত্রের থাপ্পড়ে কান ফাটল কলেজছাত্রের  

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জে স্কুলছাত্রের থাপ্পড়ে কান ফাটল কলেজছাত্রের  

বরিশালের বাবুগঞ্জে আব্দুল্লাহ আল মেরিন (১৭) নামের এক কলেজছাত্রকে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্কুলছাত্র মো. সিয়ামের বিরুদ্ধে। এ ঘটনায় গত রোববার সন্ধ্যায় কলেজছাত্রের বাবা মো. মুসা আলী বাদী হয়ে বাবুগঞ্জ থানায় স্কুলছাত্র মো. সিয়াম (১৬), মো. নাহিদ (১৭), মো. সুভ্রসহ অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ২০ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনাটি ঘটে। 

পুলিশ বলছে, কলেজছাত্র মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

থানায় লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ২০ জানুয়ারি সকালে কলেজছাত্র মো. আব্দুল্লাহ আল মেরিন প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে স্কুলছাত্র মো. সিয়াম তাঁর বন্ধুদের নিয়ে পথরোধ করে। 

এ সময় আব্দুল্লাহ আল মেরিনের কাছে তার বন্ধু রবিউলের সংবাদ জানতে চায় সিয়াম এবং রবিউলের মোবাইল নম্বর চায়। কলেজছাত্র আব্দুল্লাহ আল মেরিন তাঁর বন্ধু রবিউল কোথায় আছে জানেন না এবং মোবাইল নম্বরও জানা নেই বলায় স্কুলছাত্র মো. সিয়াম ও তার বন্ধুরা আব্দুল্লাহ আল মেরিনকে কিল ঘুষি ও চর থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেয়। 

পরে আব্দুল্লাহ আল মেরিন বাড়ি ফিরলে তাঁর পরিবারে লোকজন আহত মেরিনকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

বাবুগঞ্জ থানার ওসি মো. মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, কলেজছাত্রকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত