Ajker Patrika

বিয়েবাড়িতে ডাকাতি, নগদ অর্থসহ নববধূর গয়না লুট

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৫: ৩৯
Thumbnail image

বরিশালের বাবুগঞ্জে বিয়েবাড়িসহ পৃথক দুই স্থানে ডাকাতির ঘটনার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। 

বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রোকন মৃধা বলেন, খবর পেয়েছি শিকারপুর বন্দর এলাকায় শনিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, শিকারপুর বন্দরে ডাকাতির পর ডাকাতের দল স্পিডবোট নিয়ে কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের মজিবর খানের বাড়িতে হানা দেয়। মজিবর খানের ছেলে মালয়েশিয়াপ্রবাসী রাসেল খানের বউভাতের অনুষ্ঠান আজ রোববার। 

ইউপি সদস্য রোকন মৃধা জানান, ডাকাতের দল আগ্নেয় ও ধারালো অস্ত্রের মুখে বিয়েবাড়িতে উপস্থিত সবাইকে জিম্মি করে। এ সময় তারা নগদ প্রায় ৫ লাখ টাকা, নববধূর গয়নাসহ বিয়েবাড়িতে আসা সব অতিথির ১০ থেকে ১২ ভরি স্বর্ণালংকার ও সাতটি মোবাইল ফোনসেট লুট করে নিয়ে গেছে। 

কৌশলে মজিবর খান বেরিয়ে প্রতিবেশী ও পাশের লোকজনকে খবর দেন। পরে মসজিদের মাইক দিয়ে ডাকাত প্রতিরোধের আহ্বান করা হয়। তখন ডাকাতেরা ককটেলের তিনটি বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে বলে ইউপি সদস্য জানিয়েছেন। 

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, ডাকাতির সংবাদ পেয়ে বরিশাল জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। 

বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত