Ajker Patrika

মাটিরাঙ্গায় পিস্তল-গুলিসহ ইউপিডিএফের চিফ কালেক্টর গ্রেপ্তার

প্রতিনিধি, মাটিরাঙা (খাগড়াছড়ি)
আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১১: ২০
Thumbnail image

মাটিরাঙ্গায় অস্ত্রসহ লালন চাকমা (৩৮) নামে প্রসীত বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চিফ টোল কালেক্টরকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গার দুর্গম সাপমারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার (৫ আগস্ট) মাটিরাঙ্গা ও গুইমারা বাজার থেকে চাইল্যা প্রু মারমা (২৩) ও চা থই মারমা (২৯) নামে ইউপিডিএফের দুই টোল কালেক্টরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে চিফ টোল কালেক্টর লালন চাকমার নামসহ আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। চিফ টোল কালেক্টর লালন চাকমা সাপমারা থেকে পানছড়ি যাবে এমন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের অভিযানকারী দল সাপমারা এলাকায় অবস্থান গ্রহণ করে। এ সময় মোটরসাইকেলযোগে যাওয়ার পথে লালন চাকমাকে সাপমারা থেকে গ্রেপ্তার করে।

এ সময় তাঁর দেহ তল্লাশি করে মরক্কোর তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড অ্যামোনেশন উদ্ধার করা হয়। এ ছাড়া চাঁদা আদায়ের রসিদ বই ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত ইউপিডিএফ সন্ত্রাসী লালন চাকমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাটিরাঙ্গা থানার পুলিশে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার  ওসি মুহাম্মদ আলী জানান, ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসী লালন চাকমা দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গা ও গুইমারা এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে আসছিল। তাঁর বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পাহাড়ের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত